• ভয়াবহ অগ্নিকাণ্ড কোটার হস্টেলে, জখম ৮ পড়ুয়া
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: কোটার হস্টেল মানেই ভিড় পড়ুয়াদের। আর সেখানেই ভয়াবহ অগ্নিকাণ্ড। শেষ পাওয়া খবর অনুযায়ী জখম হয়েছেন অন্তত ৮ পড়ুয়া। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে রবিবার সকালে লক্ষণ বিহারের আদর্শ রেসিডেন্সির ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সকাল ৬টা নাগাদ। সেই সময় বেশিরভাগ পড়ুয়াই ঘুমন্ত ছিলেন। পরিস্থিতি সামলাতে পড়ুয়াদের সরিয়ে নেওয়া হয় অন্যত্র। অগ্নিকাণ্ডের কারণ এখনও স্পষ্ট জানা না গেলেও, প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পাঁচতলা ওই হস্টেলের নিচের তলায় বৈদ্যুতিন ট্রান্সফরমার থেকেই এই শট সার্কিট এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বল অনুমান। হস্টেলের ভেতর ট্রান্সফরমার বসানোর ঘটনাটি নিয়ে ইতিমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে সব পক্ষ। আশঙ্কা, এই শট সার্কিট বা অগ্নিকাণ্ডের ঘটনা রাতের অন্ধকারে ঘটলে আরও মারাত্মক আকার ধারণ করত। আহত ৮ জনের মধ্যে ৬ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন, প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে অন্য ২জনকে। জানা গিয়েছে নিরাপত্তা, অগ্নি নির্বাপক সহ একাধিক বিষয়ে প্রয়োজনীয় অনুমতি না থাকায় ওই হস্টেল সিল করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কোটা উত্তর এবং দক্ষিণের অন্তত ২২০০ হস্টেলকে ইতিমধ্যে অগ্নি নিরাপত্তা নির্দেশিকা না মেনে চলার জন্য নোটিশ পাঠানো গিয়েছে।
  • Link to this news (আজকাল)