• বছরের শুরুতেই তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে, রোদে না বেরনোর সতর্কবার্তা হাওয়া অফিসের...
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বছরের শুরু থেকেই চড়া হচ্ছে রোদ। হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহ জুড়ে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। দাপট বাড়বে শুষ্ক হাওয়ার। চলতি সপ্তাহের শেষ দিকে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে মহানগরীতে। সঙ্গেই হাওয়া অফিস জানিয়েছে, পাল্লা দিয়ে শহরে বাড়বে গরম। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৯। এই পরিস্থিতিতে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।সঙ্গেই জানানো হয়েছে ওড়িশার তাপপ্রবাহের প্রভাব পড়তে পারে বঙ্গের জেলায় জেলায়। আগামী ৪ দিনে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে পশ্চিমের জেলাগুলিতে। লু পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আগামী কয়েকদিনে উত্তরে জেলাগুলিতে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়লেও, বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সোমে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংএ। মঙ্গল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরে।
  • Link to this news (আজকাল)