• নববর্ষের বিকেল স্মরনীয় হয়ে রইল সুবর্ণ জয়ন্তী বর্ষের সূচনাপর্বে...
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন,হুগলি: সাড়ম্বরে হল সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা। উদ্যোগের অভিনবত্ব স্মরনীয় করে তুলল উদযাপনের প্রত্যেক মুহূর্তকে। হলো খুঁটি পুজো লোগো উদ্বোধন। প্রকাশিত হলো পুজোর ট্যাগ লাইন "আহা কি আনন্দ আকাশে বাতাসে।" সমগ্র এলাকা ঘুরে নাচগান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এক অন্য মাত্রায় পৌঁছল বাংলা নববর্ষের বিকেলের পরিবেশ। ছড়িয়ে দেওয়া হলো পুজোর থিম গান, উৎসবের এই রঙিন হওয়ায় "বাজলো তোমার আলোর বেনু" উড়িয়ে দিলাম আনন্দ নিশান। রবিবার বিকেলে সূচনা হয়ে গেল লাইব্রেরি রোড টালিখোলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সূবর্ণ জয়ন্তী বর্ষের পুজোর। খুঁটি পুজো ও শোভা যাত্রা সহ নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হলো সুবর্ণজয়ন্তী বর্ষের। আট থেকে আশি সকলের সমবেত উদ্যোগে স্মরনীয় হয়ে রইলো উদযাপনের শুভ সূচনাপর্বের পাশাপাশি বাংলা নববর্ষের বিকেল। রথ যাত্রার শুভক্ষণে সাধারণত খুঁটি পুজো করে দুর্গাপূজোর শুভ সূচনা হয় থাকে। এক্ষেত্রে অন্যান্য পুজোর থেকে অনেকটাই ভিন্ন এই পুজো উদ্যোক্তারা। দিনটিকে স্মরনীয় করে রাখতে খুঁটি পূজার পাশাপাশি ট্যাবলো সহকারে শোভাযাত্রার আয়োজন করা হয়। দেবী দুর্গার আহ্বানে দুর্গা লক্ষী রূপে এলাকার কচি কাঁচাদের অনুষ্ঠান দেখতে ভিড় জমে। সকলেই বেরিয়ে আসেন রাস্তায়। সমবেত কণ্ঠে উচ্চারিত হয় আহা কি আনন্দ আকাশে বাতাসে। চুঁচুড়া স্টেশন, ময়নাডাঙ্গা, খদিনা মোর হয়ে পুনরায় টালি খোলায় ফিরে যায় শোভাযাত্রা। ছবি আজকাল।
  • Link to this news (আজকাল)