• ৪,৬৫০,০০০০০০০ টাকা এ যাবত্‍ বাজেয়াপ্ত কমিশনের, সর্বকালীন রেকর্ড
    আজ তক | ১৫ এপ্রিল ২০২৪
  • লোকসভা ভোট শুরু হচ্ছে আগামী ১৯ এপ্রিল থেকে। ১ জুন পর্যন্ত মোট সাত দফায় নির্বাচন চলবে দেশে। আর প্রথম দফার আগেই ৪ হাজার ৬৫০ কোটি টাকার নগদ বাজেয়াপ্ত করে রেকর্ড গড়ল ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির দাবি, ১ মার্চ থেকে দৈনিক ১০০ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। যা ৭৫ বছরের মধ্যে রেকর্ড।

    নির্বাচন কমিশন জানিয়েছে, ফ্লাইং স্কোয়াড, পরিসংখ্যান নজরদারি দল, ভিডিও দেখার দল এবং সীমান্ত চেকপোস্টগুলিতে জোরদার কাজ চলছে। নগদ অর্থ, মদ, মাদক ও মাদকদ্রব্য যাতে পাচার না হয়, তার প্রতি কড়া নজর রাখা হয়েছে। লোকসভা ভোট হবে ৭ দফায়। ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল, ৭ মে, ১৩ মে, ২০ মে, ২৫ মে, ১ জুন। ফলাফল জানা যাবে, ৪ জুন।

    নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, ‘মানি পাওয়ার’, ‘মাস্‌ল পাওয়ার’, ‘মিসইনফরমেশন’ এবং 'মডেল কোড অফ কডাক্ট লঙ্ঘন' বিরুদ্ধেই তাদের লড়াই এবারের নির্বাচনে। যা সবচেয়ে চ্যালেঞ্জিং। ভোটে ‘মানি পাওয়ার’ ও ‘মাস্‌ল পাওয়ার’ অঙ্গাঙ্গিভাবে জড়িত। ‘আর্থিক ক্ষমতাকে ভোটে ব‌্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা যাতে কোনওভাবেই না হয়, তার জন্য একাধিক কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে। 

     
  • Link to this news (আজ তক)