• ৫০ ফুট গভীর কূপেই মৃতু্য ৬ বছরের শিশুর
    দৈনিক স্টেটসম্যান | ১৫ এপ্রিল ২০২৪
  • ভোপাল, ১৪ এপ্রিল– খেলতে গিয়ে ৫০ ফুটের গভীর কূপের মধ্যে পডে় গিয়েছিল ৬ বছরের বালক৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন স্থানীয়রা৷ রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে উদ্ধারকাজ শুরুও হয়৷ কিন্ত্ত শত চেষ্টার পর শেষ রক্ষা হল না৷
    গত শুক্রবার ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের রেওয়া জেলায় উত্তরপ্রদেশ সীমান্তের কাছে মানিকা গ্রামে৷ সেখানে খেলতে গিয়ে একটি গভীর গর্তের মধ্যে পডে় যায় ৬ বছরের শিশুটি৷
    উদ্ধারকারী দলের এক কর্তা বলেন, দু’দিন ধরে শিশুটি ওই কূপের মধ্যে আটকে ছিল৷ উদ্ধারের জন্য সব ধরণের চেষ্টা করা হয়েছিল৷ তবু বাঁচানো গেল না৷
    জানা গেছে, গভীর কূপের মধ্যে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেনও পাঠানো হয়েছিল৷ পাশাপাশি শিশুটির কাছে পৌঁছনোর জন্য ওই গভীর গর্তের পাশে আরও একটি গর্ত খোঁড়া হচ্ছিল৷
    পরিস্থিতির ওপর নজর রাখছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবও৷
    স্থানীয় কালেক্টর প্রতিভা পাল বলেন, উদ্ধার অভিযানের ৪০ ঘণ্টা পর রবিবার শিশুটিকে খুঁজে পাওয়া গেলেও তাঁর শরীরে কোনও সাড়া ছিল না৷ চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেছেন৷ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)