• ধানবাদে পয়লা বৈশাখে বাঙালি কল্যাণ সমিতির প্রভাত ফেরীতে বাঙালিদের ঢল
    দৈনিক স্টেটসম্যান | ১৫ এপ্রিল ২০২৪
  • অজয় মুখোপাধ্যায়/ ধানবাদ– প্রতিবছরের মত এ বছর ও ধানবাদের কল্যাণ সমিতির শহর জুডে় বিশাল আকারে প্রভাত ফেরী হল৷ এই প্রভাত ফেরিতে কয়েক হাজার বাঙালি পুরুষ, মহিলা ও কিশোরীরা অংশ নেয়৷ ধানবাদের জেসি মল্লিক রোড থেকে শুরু হয় এবং শহর ঘুরে হরিমান্দির প্রাঙ্গনে শেষ হয়৷
    প্রভার ফেরিতে রবীন্দ্র সঙ্গীত ও আধুনিক গানের সুরে সকলে উল্লসিত হয়ে ওঠে৷ সঙ্গীত শিল্পী ইন্দ্রজিৎ চ্যাটার্জি, অরুন ব্যানার্জি ও কুমকুম ব্যানার্জি সঙ্গীত প্রস্তুত করেন৷ এছাড়াও মাষ্টার অরিজিৎ ব্যানার্জি, মাষ্টার নির্ঝর বকসী ও তনুশ্রী ব্যানার্জি ও সঙ্গীত পরিবেশন করেন৷
    এই প্রভাত ফেরিতে ধানবাদের আটটি নৃত্য সঙ্গীত স্কুলের ছেলে মেয়েরা নাচে অংশ নেয়৷ সকলে অসাধারণ নৃত্য পরিবেশন করে৷
    ডাঃ সুজাতা চাটার্জি ও সুজিত রায়ের কণ্ঠে রবীন্দ্র সঙ্গীত শোনা যায়৷ এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বীণা আগরওয়াল উপস্থিত ছিলেন৷ প্রভাত ফেরীতে মহিলারা লাল পাড় ও সাদা শাডি় এবং পুরুষরা পা জামা পাঞ্জাবি পরেছিল৷ এই অনুষ্ঠানকে সফল করতে পার্ক মার্কেট চেম্বার অফ কমার্স, হিরাপুর হরিমন্দির, মারোয়ারি যুবা মঞ্চ সহ অনেকে সহযোগিতা করেন৷ বাঙালি কল্যাণ সমিতির তরফ থেকে সকলকে পয়লা বৈশাখের শুভেচ্ছা দেওয়া হয়৷ ছবি চন্দন পাল
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)