জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সন্দেশখালি নিয়ে কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। ইডি আধিকারিরকদের উপরে হামলার পার শেখ শাহজাহান-সহ বেশ কয়েকজন তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিস। পাশাপাশি সন্দেশখালি নিয়ে তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করেছে বিজেপি। গতকালই শুভেন্দু বলেছেন তৃণমূলের কেউ ঝামেলা করলে ফোন করে জানান। এনিয়ে এবার সরব হলেন দিল্লির কৃষক আন্দালনের নেতা রাকেশ টিকায়েত।
কৃষক নেতা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করতেই সন্দেশখালি ইস্যু জাতীয় স্তরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিরোধীরা। সেই কারণেই সন্দেশখালিতে কৃষকদের জমি দখল, নারী নির্যাতনের অভিযোগ শোরগোল করে প্রচার করেছে বিজেপি।সন্দেশখালির ঘটনা নিয়ে দিল্লির একাধিক দল এসেছে তদন্ত করতে। তারা রিপোর্ট' দিয়েছে। অভিযগোকারীদের আদালতে হাজিরও করা হয়েছে। পাশাপাশি সেখানকার ক্ষুব্ধ মানুষজন স্থানীয় তৃণমূল নেতাদের বাড়িঘর ভাঙচুরও করেছে। চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে সেখানকার জমি দখল করে নিচ্ছে তৃণমূল নেতারা। এমনটাই অভিযোগ উঠছে।জমি দখলের অভিযোগ নিয়ে রাকেশ টিকায়েত বলেন, 'বাংলার কেন্দ্র বিরোধী দল ক্ষমতায় রয়েছে। তাই বিজেপি প্রচার করছে। বাংলা এখন বিজেপির টার্গেট। পঞ্জাব টার্গেট, দিল্লি টার্গেট। যেখানেই বিরোধীরা ক্ষমতায় রয়েছে সেখানেই তাদের নিশানা করছে বিজেপি। সংবাদমাধ্য়ম, সোশ্যাল মিডিয়ায় বিরোধীদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে বিজেপি।'(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)