• 'এটা ন্যায় নয়', সরবজিতের হত্যাকারীর গুলি করে খুনের ঘটনায় সরব মেয়ে
    ২৪ ঘন্টা | ১৫ এপ্রিল ২০২৪
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রথমে শান্তি হলেও পরে মনে হয়েছে এটা বাবার জন্য ন্যায় বিচার নয়। সরবজিৎ সিংয়ের হত্যাকারী আমির সরফরাজকে খুনে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন মেয়ে স্বপনদীপ কৌর। এদিন ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাতকারে সারাবজিৎ সিংয়ের মেয়ে স্বপনদীপ কৌর বলেন, লাহোরে বাবার হত্যাকারীর গুলি করে খুনের খবরে তাঁর প্রথম প্রতিক্রিয়া ছিল সন্তুষ্টির। তবে তাঁর পরিবার চেয়েছিল প্রমাণ করতে যে, সর্বজিৎ সিংকে কেন হত্যা করা হয়েছে এবং কারা এর পিছনে ছিল।

    অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের গুলিতে ঝাঁঝরা হয়েছে সরবজিৎ সিং 'খুনের' অন্যতম অভিযুক্ত আমির সরফরাজ তাম্বা। পাকিস্তানের জেলে বন্দি থাকাকালীন ভারতীয়, সরবজিতের উপর চড়াও হয়েছিল সহবন্দিরা। সেই হামলায় অন্যতম অভিযুক্ত তাম্বা লস্কর-ই-তইবার প্রতিষ্ঠাতা, হাফিজ সইদেরও ঘনিষ্ঠ ছিল বলে অভিযোগ।আমির সরফরাজ তাম্বার বাড়ি লাহোরের ঘনবসতিপূর্ণ এলাকা সনন্ত নগরে। হামলা করতে আসা হামলাকারীরা বাইকে করে এসে তাম্বাকে লক্ষ্য করে নির্বিচারে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত ঘোষণা করা হয়। তাম্বার বুকে ও পায়ে গুলির ক্ষতের চিহ্ন রয়েছে।(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
  • Link to this news (২৪ ঘন্টা)