• প্রথম দফার নির্বাচনের আগে রাজ্য পুলিশে বড় রদবদল! 'দায় নিতে হবে কমিশনকে', সরব মমতা
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • দোরগোড়ায় লোকসভা নির্বাচন। তার আগে ফের এক IPS অফিসারকে বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইডি মুকেশকে বদলির নির্দেশ। নির্বাচন সংক্রান্ত কোনও বিষয়ে তিনি যুক্ত থাকতে পারবেন না। এই একই পদে নতুন নিয়োগের জন্য বিকেল পাঁচটার মধ্যে তিনজনের নাম তালিকা পাঠাতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে কমিশন, সূত্রের খবর এমনটাই।তাৎপর্যপপূর্ণভাবে ২০১৯ সালে তিনি মুর্শিদাবাদের SP ছিলেন। এরপর তাঁকে মুর্শিদাবাদ এবং নদিয়া রেঞ্জের ডিআইজি করা হয়। নির্দেশিকাতে বলা হয় এই IPS-কে 'নন ইলেকশন' পদের দায়িত্ব দিতে হবে। উল্লেখ্য, এই IPS-এর বিরুদ্ধে রাজ্যের শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ তুলেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। অধীরের অভিযোগ ছিল, মুকেশ পুলিশ সুপার থাকাকালীন সমস্ত থানায় যে কয়জন ওসি ছিলেন, তিনি ডিআইজি হওয়ার পর তাঁদেরই আবার থানায় নিয়ে আসেন। অধীরের অভিযোগ ছিল, তাঁরা পক্ষপাতহীন নন। এই মর্মে নির্বাচন কমিশনেও অভিযোগ জানান অধীর চৌধুরী। সার্বিকভাবে এই বদলির প্রেক্ষিতে চর্চা শুরু হয়েছে। এদিকে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মালদা মুর্শিদাবাদে অশান্তি হলে দায় কমিশনকে নিয়ে হবে।' আলিপুরদুয়ারের সভা থেকে এই মন্তব্য করেন তিনি।

    উল্লেখ্য, উল্লেখ্য, নির্বাচনের মুখে বদল করা হয়েছিল রাজ্যের DGP। এই পদের দায়িত্ব দেওয়া হয়েছিল সঞ্জয় মুখোপাধ্যায়কে। রাজ্যে নির্বাচনী আদর্শ আচরণবিধি চালু হওয়ার দুই দিনের মধ্যে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে একটি নির্দেশ দিয়ে তা জানানো হয়েছিল কমিশনের পক্ষ থেকে। এরপরেই রাজ্য পুলিশের ডিজি (হোমগার্ড) পদের দায়িত্বপ্রাপ্ত বিবেক সহায়কে ডিজিপি পদে বসানো হয়েছিল।

    নির্বাচন কমিশনের নির্দেশ

    এরপর রাজ্য পুলিশের ডিজি পদে কে বসবেন তার জন্য রাজ্যের থেকে কমিশনের তিন জন পুলিশ কর্তার নাম পাঠাতে বলে নবান্ন। এই তালিকায়তে নাম ছিল ১৯৮৯ ব্যাচের IPS অফিসার সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম। সঞ্জয় মুখোপাধ্যায়কে ডিজি দমকল পদ থেকে DGP পদের দায়িত্ব দেওয়া হয়।

    লোকসভা নির্বাচন যাতে অবাধ এবং শান্তিপূর্ণভাবে হয় সেই জন্য দফায় দফায় বৈঠক করছে নির্বাচন কমিশন। গোটা দেশে সাত দফায় অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন। ১৯ এপ্রিল বাংলা তথা দেশে প্রথম দফার ভোট। ৭ মে তৃতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদে। আগামী ১ জুন রাজ্যে সপ্তম দফার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ৪ জুন প্রকাশিত হবে লোকসভা নির্বাচনের ফলাফল।
  • Link to this news (এই সময়)