• Iran vs Israel: গুলিতে ইরানি মিসাইল ধ্বংস রাজকুমারীর? নেটপাড়ায় ভাইরাল এই সুন্দরী কে?
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • ইরান-ইজরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ নিয়ে চিন্তিত গোটা বিশ্ব। যুদ্ধে আটকে পড়া বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফেরাতে তৎপরতা তুঙ্গে বিভিন্ন দেশের সরকারের। এমন রণং দেহী যুদ্ধের আবহেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন এক সুন্দরী। তিনি আর কেউ নন বাদশাহ আবদুল্লাহ এবং জর্ডনের রানি রনিয়ার তৃতীয় সন্তান রাজকুমারী সালমা বিনতে আবদুল্লাহ।ইজারেয়েলের দিকে যাওয়ার সময় জর্ডনের আকাশসীমায় প্রবেশ করা ইরানি ড্রোনগুলিকে গুলি করে নামিয়েছেন সালমা, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে এমনটাই দাবি করা হয়েছে। মুহূর্তে ভাইরাল হয়েছে পোস্টটি। যদিও সালমা রয়্যল জর্ডানিয়ান এয়ারফোর্সের একজন পাইলট, তাও ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়া পোস্টটি ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ ইরানের ড্রোন নামানোর অপারেশনে তিনি অংশ নিয়েছিলেন কিনা এমন প্রমাণ কোনও সরকারি সূত্রে মেলেনি। পোস্টটিটে বলা হয়েছে, ‘জর্ডনের রাজকুমারী সালম গত রাতে ছয়টি ইরানি ড্রোন গুলি করে মেরেছে।’ ভাইরল হওয়া পোস্টে শেয়ার করা হয়েছে জর্ডনের বিমানবাহিনীর পাইলটের ইউনিফর্মে ২৩ বছর বয়সী রাজকুমারীর ছবি।

    প্রশ্ন উঠছে, যাকে নিয়ে ভাইরাল হয়েছে পোস্টটি কে সেই সুন্দরী?মধ্যপ্রাচ্যের দেশ জর্ডনের প্রথম মহিলা যুদ্ধবিমান পাইলট হলেন সেদেশের রাজকুমারী সালমা বিনতে আবদুল্লাহ। জর্ডন সশস্ত্র বাহিনীতে পাইলটের প্রশিক্ষণের পরীক্ষায় পাসের পর সালমা সেদেশের প্রথম মহিলা পাইলট হিসেবে কাজে যোগ দেন। এই সংবাদ জনিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করে অ্যারবিয়ান রয়্যাল এজেন্সি। পোস্ট একটি ছবিও শেয়ারকরা হয়। তাতে দেখা যায় জর্ডানের রাজধানী আম্মানের হুসেনিয়া প্যালেসে রাজকুমারী সালমাকে পাইলটের ব্যাচ পরিয়ে দেওয়া হচ্ছে। পোস্টে সাফ জানানো হয় হাশমিত কিংমের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালক হিসেবে ইতিহাস গড়েছেন জর্ডনের রাজকুমারী সালম বিনতে আবদুল্লাহ। ইনিই জর্ডনের প্রথম মহিলা যিনি একটি নির্দিষ্ট যুদ্ধবিমান চালক হিসেবে প্রশিক্ষণ শেষে কর্মস্থলে যোগ দিয়েছেন।

    প্রসঙ্গত উল্লেখ্য, জর্ডনের প্রথম মহিলা হিসেবে সামরিক প্রশিক্ষণ শেষ করেছিলেন সম্পর্কে সালমার পিসি রাজকুমারী আসিয়া বিনতে হুসেন। পরে তিনি সে দেশের স্পেশাল ফোর্সে যোগ দেন।

    সূত্রের খবর, সালমার পাইলট হিসেবে অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তাঁর মা রানী রানিয়া এবং ভাই যুবরাজ হুসেন। ইনস্টাগ্রামে বোনের ছবি পোস্ট করে যুবরাজ হুসেন লেখেন, ‘আজ আমার বোনের অর্জনের দিন। তাকে জর্ডনের প্রথম মহিলা পাইলট হওয়ার অভিনন্দন জানাই। বোন সালমা সব সময়ি অসাধারণ ও কঠোর পরিশ্রমী। তার সাফল্য কামনা করি।’ তবে সালমার ভাই হুসেনও জর্ডনের সশস্ত্র বাহিনীর পরীক্ষায় প্রথম হয়েছিলেন।

    রাজকুমারী সালমা ২০১৮ সালের নভেম্বরে রয়্যাল সামরিক অ্যাকাডেমি থেকে সংক্ষিপ্ত কমিশনড কোর্স শেষে স্নাতক ডিগ্রি লাভ করেন।
  • Link to this news (এই সময়)