দেশের জন্য বড় পরিকল্পনা রয়েছে তাঁর। এখনও পর্যন্ত যা হয়েছে তা কেবলমাত্র ট্রেলার। তবে কারও ভয় পাওয়ার কোনও দরকার নেই বলে সকলকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।মোদীর আশ্বাসবাণীসংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নরেন্দ্র মোদী বলেন, 'আমার বড় প্ল্যান রয়েছে। কারও ভয় পাওয়ার কোনও কারণ নেই। আমি যে সিদ্ধান্তগুলি নিয়েছি, তা কাউকে ভয় পাওয়ানোর জন্য নয়। কাউকে বরবাদ করার জন্য নয়। যখন আমি বলছি আমার বড় পরিকল্পনা রয়েছে, বুঝে নিন তা দেশের উন্নয়নের জন্য। কাউকে ভয় পাওয়ানোর জন্য নয়।'
তবে এখনও পর্যন্ত সমস্ত কাজ করে উঠতে পারেননি বলে জানিয়েছে নরেন্দ্র মোদী। তাঁর কথায়, 'বিভিন্ন রাজ্যের সরকার যখন জানায় সমস্ত কাজ সম্পন্ন হয়ে গিয়েছে, আমি তা বিশ্বাস করি না। আমি এখনও সমস্ত কাজ শেষ করতে পারিনি। তবে আমি সঠিক দিশায় কাজ করেছি। তবে এখনও অনেক কাজ করা বাকি রয়েছে। আমার সরকার তো সব দেশ থেকে এগিয়ে রয়েছে। তাও এখনও আমার দেশের মানুষের অনেক কিছুর প্রয়োজনীয়তা রয়েছে। প্রত্যেক পরিবারের স্বপ্ন আমি পূরণ করতে চাই। তাই আমি সবসময় বলি, এখনও পর্যন্ত যা করেছি, তা কেবলমাত্র ট্রেলার।'
কী এই ভিশন ২০৪৭?গত দু'বছর ধরে তিনি ২০৪৭ সালের ভিশনের জন্য কাজ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। সংবাদ সংস্থার ইন্টারভিউতে নমো বলেন, 'গত দু'বছর ধরে ২০৪৭ সালের ভিশনের জন্য পরিশ্রম করছি। দেশের মানুষের পরামর্শ নিয়েছি। আগামী ২৫ বছরে দেশের মানুষ ভারতকে কোন অবস্থানে দেখতে চায়, তা জানতে চেয়েছি প্রায় ১৫ লাখ মানুষের থেকে। বিশ্ববিদ্যালয়, NGO এবং সাধারণ মানুষ সকলের থেকে মতামত নিয়েছি। এর পাশাপাশি আমি AI-এর সাহায্য নিয়েছি। এর জন্য আমার একটি নির্দিষ্ট টিম রয়েছে। দু'আড়াই ঘণ্টার একটি প্রেজেন্টেশনের মাধ্যমে আগামী ২৫ বছরে দেশের প্রতিচ্ছ্ববি আমার সামনে তুলে ধরেছে।'
২৫ বছর পর কেমন হবে ভারত?নরেন্দ্র মোদীর কথায়, 'আগামী ২০৪৭ সালে ভারত শততম স্বাধীনতা দিবস পালন করবে। স্বাভাবিকভাবেই দেশ একটি মাইলস্টোন ছোঁবে। নতুন উদ্যম, নতুন উদ্ধাবন হবে ভারতে। সেই ভারতের লক্ষ্যেই আজকের এই পরিশ্রম। এই সময়ের মধ্যে দেশকে অনেকদূর এগিয়ে নিয়ে যাওয়াই আমার সংকল্প।'