মাটির তলা দিয়েও ঢুকতে পারবে না সন্ত্রাসীরা! জঙ্গি অনুপ্রবেশ রুখতে বিশেষ উদ্যোগ বায়ুসেনার
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
এখনও দগদগে উরি এবং পাঠানকোটের ঘা। অতীতের দুটি বড় সন্ত্রাস হামলার কথা মাথায় রেখে এবার নিজেদের বিমানঘাঁটির নিরাপত্তায় জোর দিচ্ছে ভারতীয় বিমান বাহিনী। উরি এবং পাটানকোটের মতো ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সারা দেশের ৩০ টি বিমানঘাঁটির গ্রাউন্ড পেরিমিটার নিরাপত্তা আপগ্রেড করার পরিকল্পণা নেওয়া হচ্ছে।এই ৩০ টি বিমানঘাঁটিতে নতুন ব্যাপক মাল্টি লেয়ার, মাল্টি সেন্সর এবং হাইটেক নজরদারি এবং অনুপ্রবেশ সনাক্তকরণ সিস্টেম ইনস্টল করা হবে। যা ইতিমধ্যেই ২৩ টি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বিমানঘাঁটিতে ইনস্টল করা হয়েছে। এই সিস্টেমটি ইন্টিগ্রেটেড পেরিমিটার সিকিউরিটি সিস্টেম বা আইপিএসএস নামে পরিচিত। ভারতীয় বিমান বাহিনী আরও ৩০ টি বিমানঘাঁটিতে স্মার্ট পেরিমিটার কভারপ্ল্যান চালু করেছে।
একজন সিনিয়র এয়ারফোর্স অফিসার জানিয়েছেন, আইপিএসএস ২৩ টি উচ্চ অগ্রাধিকারের বিমানঘাঁটির মধ্যে ১৭-১৮ টিতে কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সাথে কাজ করছে। এখন আরও ৩০ টি বিমানঘাঁটিতে কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য এবং আপগ্রেড সহ আইপিএসএস ইনস্টল করার পরিকল্পনা রয়েছে।
পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা-২০১৬ সালের জানুয়ারিতে পাকিস্তানি জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায়। সেই হামলার কথা মাথয় রেখে সরকার এর আগে ২৩ টি বিমানঘাঁঠির জন্য আইপিএসএস ইনস্টলেশন অনুমোদন করেছিল। যার জন্য ভারত ইলেকট্রনিক্স চুক্তি বা বিইএল চুক্তি পেয়েছিল। আরএফআই অনুযায়ী, ভারতীয় কোম্পানীগুলিকে জানানো হয়েছে, ভারতীয় বিমানবাহিনী ৩০ টি বিমান ঘাঁটিতে অনুপ্রবেশ সনাক্তকরণ এবং নজরদারির জন্য একটি পাঁচস্তরীয় আইপিএসএস সিস্টেম ইনস্টল করতে চায়।
আইপিএসএস নিরাপত্তার পাঁচটি স্তর কী কী?এটি নির্দিষ্ট পরিস্থিতিতে ফটো এবং ভিডিও বিশ্লেষণ করে উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে সহায়ক প্রমাণিত হবে যেখানে AI একটি বড় ভূমিকা পালন করবে।
আইপিএসএস সিস্টেমের যে পাঁচটি স্তর এয়ারবেস পর্যবেক্ষণের জন্য স্থাপন করা হবে তার মধ্যে রয়েছে বৈদ্যুতিক স্মার্ট গাড়ি চালিত বেড়া, ইনফ্রা রেড লাইট সহসিসিটিভি ক্যামেরা, রাডার, ডেডিকেটেড অপটিক্যাল ফাইবার ক্যাবল এবং আন্ডারগ্রাউন্ড মুভমেন্ট ডিটেকশন সিস্টেম এবং ডুয়েলের মদ্যে রয়েছে পিটিজেড অর্থাৎ প্যান, টিল্ট এবং জুম হতে করা যেতে পারে এমন ক্যামেরা।
এই নিরাপত্তার ঘেরাটোপে সন্ত্রাসবদীরা হেঁটে বা হামাগুড়ি দিয়ে টানেলের মধ্যে দিয়ে আসতে পারবে না ভারতের সমানায়। গ্যাপ ফ্রি সিস্টেমে আকাশ পর্যবেক্ষণের জন্য মিনি ইউএভি অর্থাৎ মানবহীন এরিয়াল ভেহিকল থাকবে। অনু্প্রবেশকারীরা হেঁটে, হামাগুড়ি দিয়ে বা টানেলের মধ্যে দিয়ে এলেও এয়ারবেসের পরিধির মধ্যে সেই গতিবিধি সনাক্ত করা যাবে।
এয়ারফোর্সের তরফে এই সিস্টেম বিক্রেতা কোম্পানিগুলিকে চলতি বছরের ২৪ জুনের মধ্যে আইপিএসএস এর জন্য RFI-এর কাছে তাদের অ্যাপ্লিকেশন জমা দিতে বলেছে।