• Monsoon 2024 : বৈশাখের জ্বালাপোড়া গরমের মাঝে স্বস্তির খবর, এ বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • বৈশাখ পরতে না পরতেই কাঠাফাটা গরম। ভয়ংকর তাপপ্রবাহে প্রাণ ওষ্ঠাগত। এর মাঝেই সুখবর দিল মৌসম ভবন। চলতি বছর স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে। দীর্ঘ হবে বর্ষাকাল। IMD জানিয়েছে, চলতি বছর গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টি হবে ভারতে।স্বস্তির খবর মৌসম ভবনেরচার মাসের বর্ষাকালে ৯৬ থেকে ১০৪ শতাংশ বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে IMD। গড়ে ৮৭ সেন্টিমিটার বৃষ্টিপাত হবে দেশে। মৌসম ভবনের তরফে সোমবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে সুখবর জানানো হয়েছে। যেখানে বলা হয়েছে, '২০২৪ সালে দক্ষিণ পশ্চিমী বর্ষা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত গড় বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে। লা নিনা পরিস্থিতির জন্যই চলতি মরশুমে ভালো বর্ষার মুখ দেখবে দেশ। লা নিনা পরিস্থিতি বজায় থাকবে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে।'

    কী জানাচ্ছে ভূ বিজ্ঞান মন্ত্রক?কেন্দ্রীয় ভূ বিজ্ঞান মন্ত্রকের সচিব ডা. এম রবিচন্দ্রন বলেন, '১৯৫১ থেকে ২০২৩ সালের তথ্য পরিসংখ্যান জানাচ্ছে, ন'বার ভারতে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে। যখন এন নিনোর পর দেশে লা নিনা পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের অধিকাংশ এলাকাতেই স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হবে চলতি মরশুমে। উত্তর পশ্চিম, পূর্ব এবং উত্তর পূর্ব এলাকার কিছু রাজ্যে অবশ্য বৃষ্টির ঘাটতি দেখা যেতে পারে।' আবহাওয়াবিদরা বলছেন, আসন্ন মে মাসেও গরমের দাপট নেহাতই কম হবে না। এবছর আবার প্রবল গরমের সঙ্গে তাপপ্রবাহেরও পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। ফলে গরমের মাঝে হওয়া বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও পুরোপুরি রেহাই পাওয়া যাচ্ছে না।

    এ দেশে কবে প্রবেশ করবে বর্ষা?এবারের বর্ষাকে দুভাগে ভাগ করা হয়েছে। এপ্রিল থেকে জুলাই এবং জুলাই থেকে সেপ্টেম্বর। এল নিনোর প্রভাবে প্রথম অর্ধে তাপমাত্রা বাড়বে। তবে দ্বিতীয় অর্ধে তৈরি হবে ঘোরতর দুর্যোগ। বর্ষা আসর স্বাভাবিক সময় ১০ জুন। তবে চলতি বছরে কবে বর্ষা পা রাখবে তা এখনও জানায়নি আবহাওয়া দফতর। যদিও হাওয়া অফিস সূত্রে খবর, কেরালায় বর্ষা তাড়াতাড়ি এলেই যে বাকি অংশেও তা দ্রুত প্রবেশ তার কোনও নিশ্চয়তা নেই। লা নিনার প্রভাবে এবারও সময়ের আগেই দেশে বর্ষার দেখা পাওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।
  • Link to this news (এই সময়)