• Lok Sabha Election 2024: একান্নবর্তী পরিবারে সদস্য ১২০০, এক বাড়িতেই ভোটার ৩৫০!
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • অসমের সোনিতপুর লোকসভা কেন্দ্রের ফুলগুড়ি নেপালি পাম এলাকার বাসিন্দা রন বাহাদুর থাপা। কয়েক পূর্ব পুরুষ ধরে এই এলাকাতেই রয়েছে থাপাদের ৩০০টি পরিবার।প্রয়াত রন বাহাদুর থাপার পরিবারে রয়েছে দেশের সব থেকে বেশি ভোটার। একই পরিবারে মোট ভোটার সংখ্যা ৩৫০ জন। প্রয়ত রন বাহাদুর থাপার ১২ টি ছেলে এবং ৯ টি মেয়ে। তাঁর পাঁচজন স্ত্রী ছিলেন। রাঙ্গাপাড়া বিধানসভা কেন্দ্র সোনিতপুর লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে।

    আগামী ১৯ এপ্রিল আসন্ন লোকসভা ভোটের প্রথম দিনই সোনিতপুর লোকসভা কেন্দ্রে নিজেদের ভোট দেবেন থাপা পরিবারের ৩৫০ জন সদস্য। রন বাহাদুরের দেড়শোরও বেশি নাতি নাতনি।

    রন বাহাদুর থাপার ছেলে তিল বাহাদুর থাপা জনিয়েছেন, তাঁর বাবা ১৯৬৪ সালে এখানে বসতি স্থাপন করেন। তাঁর বাবার পাঁচ স্ত্রী ছিলেন। এবং তাঁরা ১২ জন ভাই এবং নজন বোন। সব ভাইদের মিলিয়ে ৫৬ জন নাতি নাতনি ছিল। তিনি এও জানিয়েছেন যে তাঁর নিজের নাতি নাতনির সংখ্যাও অগুনতি। শিশুদের ধরলে সব মিলিয়ে পরিবারের সদস্য সংখ্যা ১২০০ জনেরও বেশি বলে জানিয়েছেন তিনি।

    তবে এই পরিবারটি এখনও পর্যন্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা পাননি বলে আফসোস করেছেন পরিবারের সদস্যর।

    তিল বাহাদুর জানয়েছেন, পরিবারের ছেলে মেয়েরা উচ্চশিক্ষা পেলেও সরকারি চাকরি পায়নি। তিনি বলেন, আমাদের পরিবারের কিছু সদস্য বেঙ্গালুরুতে চলে আসেন এবং প্রাইভেট কোম্পানিতে চাকরি পান। কেউ কেউ আবার দিন মজুরের কাজ করছেন।

    পরিবারের সদস্যদের মতে, রন বাহাদুর থাপা ১৯৯৭ সালে একটি বিশাল পরিবার রেখে মারা যান। এখন ৬৪ বছর বয়সী সারকি বাহাদুর থাপার তিন স্ত্রী এবং ১২ জন সন্তান রয়েছে।

    প্রসঙ্গত উল্লেখ্য, মোট ৯ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত সোনিতপুর লোকসভা কেন্দ্রে ১৬.২৫ লাখেরও বেশি ভোটার আছে। অসমের ১৪ টি লোকসভা আসনের জন্য নির্বাচন তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। যথাক্রমে ১৯ এপ্রিল, ২৬ এপ্রিল এবং ৭ মে হবে নির্বাচন।

    অসম উত্তর-পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য যা করিমগঞ্জ, কোকরাঝাড়, কালিয়াবোর, লখিমপুর, ডিব্রুগড়, বারপেটা, শিলচর, গুয়াহাটি, জোড়হাট সহ মোট ১৪ টি লোকসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই ১৪ টি লোকসভা আসনের মধ্যে ১১ টি আসন অসংরক্ষিত, দুটি তফসিলি উপজাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত এবং একটি তফসিলি জাতির প্রার্থীদের জন্য সংরক্ষিত।
  • Link to this news (এই সময়)