• 'আপনাদের অফিসের বাইরেও...', কমিশনকে হুঁশিয়ারি মমতার?
    এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
  • মুর্শিদাবাদ রেঞ্জের জিআইজি-কে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। আর সেই বিষয়ে এবার মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে পালটা হুঁশিয়ারি দিলেন নির্বাচন কমিশনকে? উঠছে সেই প্রশ্নও। নির্বাচনী প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আজ আমাদের একজন ডিআইজি-কে মুর্শিদাবাদ রেঞ্জ থেকে বদল করা হয়েছে বিজেপির কথায়। যদি মালদা - মুর্শিদাবাদে অশান্তি হয়, তার দায় নির্বাচন কমিশনকে নিতে হবে। আমি জানি অশান্তি কারা সামলাতে পারে। আপনারা বিজেপির কথায় ইচ্ছাকৃতক বেছে বেছে অফিসার বদলি করেন। একটাও অশান্তি হলে আমরা আপনাদের ধরব, কারণ এখন আইনশৃঙ্খলা আপনারা দেখছেন, আপনারা আমাদের কথা শুনছেন না।'একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 'আমি যদি কৃষকদের জন্য ২৬ দিন অনশন করতে পারি, তাহলে আপনাদের অফিসেও ৫২ দিন বলতে পারি। দেখব কত জেল আছে, কত পুলিশ আছে! কত মারবে? আমাকে অনেকবার লাঞ্ছিত করা হয়েছে। আমি যুদ্ধ করতে জানি। আমি কাপুরুষ নই! এই মনে রাখবেন।'

    প্রসঙ্গত, সামনেই লোকসভা নির্বাচন। তার ঠিত আগে ফের এক IPS অফিসারকে বদলির নির্দেশ নির্বাচন কমিশনের। মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশকে বদলির নির্দেশ দল কমিশন। একইসঙ্গে নির্বাচন সংক্রান্ত কোনও বিষয়ে তিনি যুক্ত থাকতে পারবেন না, এমনটাও নির্দেশে দেওয়া হয়েছে। পাশাপাশি ওই পদে নতুন নিয়োগের জন্য বিকেল পাঁচটার মধ্যে তিনজনের নামের তালিকা পাঠাতে জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও কমিশন সূত্রে খবর।

    বিস্তারিত আসছে...
  • Link to this news (এই সময়)