দাদা তৃণমূল বিধায়ক-ভাগ্নে স্বয়ং বাইরন, শাজাহানকে জঙ্গিপুরে প্রার্থী করা কি ISF-এর মাস্টারস্ট্রোক?
এই সময় | ১৫ এপ্রিল ২০২৪
জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বিরুদ্ধে এবার ভোটে দাঁড়ালেন সুতির তৃণমূল বিধায়কের দাদা শাজাহান বিশ্বাস। তিনি সাগরদিঘির বিধায়ক বাইরণ বিশ্বাসের মামাও বটে। তৃণমূল পরিবারের শাজাহান বিশ্বাস আইএসএফের প্রতীকে নির্বাচনে লড়ায় চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলের অন্দরেই।সংখ্যালঘু ভোট ভাগাভাগির অঙ্কে তৃণমূল শিবিরে কিছুটা হলেও অস্বস্তি বেড়েছে। যদিও তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বলেন, 'গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনও প্রতীকে নির্বাচনে লড়তে পারে। শাজাহান বিশ্বাস দাঁড়ানোয় তৃণমূলের ভোট ব্যাঙ্কে কোনও প্রভাব পড়বে না।'
এবার লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে আইএসএফ এর প্রার্থী হচ্ছেন সুতির বিধায়ক ঈমানি বিশ্বাসের দাদা শাজাহান বিশ্বাস। জঙ্গিপুরের বিড়ি ব্যবসায়ী হিসেবে পরিচিত শাহজাহান বিশ্বাস আইএসএফ-এর নাম প্রার্থী হিসেবে ঘোষণা হওয়ার পরেই জোর গুঞ্জন রাজনৈতিক মহলে। রবিবার বিকেলে রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে শাহজাহান বিশ্বাসের সমর্থনে প্রচারে আসেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। জনসভায় ভাষণে তিনি প্রথম থেকে রাজ্যের তৃণমূল সরকার ও কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন। দুই সরকারই সাধারণ মানুষকে বোকা বানাচ্ছেন বলে দাবি করেন নওশাদ।
মুর্শিদাবাদ জেলার তিনটি লোকসভা মধ্যে জঙ্গিপুর ও মুর্শিদাবাদ লোকসভায় লড়ছে আইএসএফ। পাশাপাশ ভগবানগোলা বিধানসভাতেও নওশাদের দল লড়ছে। ২০১৯ সালে জঙ্গিপুর থেকে খলিলুর রহমান ২ লাখ ৪৫ হাজার ৭৮২ ভোটে জিতেছিলেন।
এই কেন্দ্রে তৃণমূলের পুনরায় প্রার্থী হয়েছেন বিদায়ী সংসদ সদস্য খলিলুর রহমান। বাম- কংগ্রেস জোটের প্রার্থী হয়েছেন মুর্তজা হোসেন। বিজেপি প্রার্থী ধনঞ্জয় ঘোষ। অন্যদিকে, জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে আর এক বিড়ি শিল্পপতি সুতির বিধায়ক ঈমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাস আইএসএফ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন। বিধায়ক ঈমানি বিশ্বাসের দাদা প্রার্থী হওয়ায় জঙ্গিপুরে এবার চতুর্মুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত।
ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি এদিনশাহজাহান বিশ্বাসের সমর্থনে রঘুনাথগঞ্জের মঙ্গলজোনে জনসভাও করেন। এদিনের জনসভায় নওশাদ সিদ্দিকি মুর্শিদাবাদের ভাঙন রোধের স্থায়ী সমাধান, শিক্ষা স্বাস্থ্য ও বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য পার্লামেন্ট থেকে কাজ ছিনিয়ে আনার আশ্বাস দেন।
এদিন সুতির ভোট প্রচারে আসেন মুর্তজা হোসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী বলেন, 'খলিলুর রহমানকে যে কাজের জন্য মানুষ নির্বাচিত করেছিলেন সেই দায়িত্ব তিনি যথাযথ ভাবে পালন করেননি। আমি সুযোগ পেলে জঙ্গিপুরে ভাঙন রোধ, বিড়ি শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করব।'
সুতির বিধায়ক ঈমানি বিশ্বাস বলেন, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাস করি। কে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এ বিষয়ে আমরা ভাবি না। আমার এলাকা থেকে ব্যাপক পরিমাণে লিড নিয়ে খলিলুর রহমান জয়ী হবেন।' অন্যদিকে, নওশাদ সিদ্দিকি বলেন, 'BJP-তৃণমূলে কোনও পার্থক্য নেই। কংগ্রেস সিপিএমকেও মানুষ দেখেছে। ওরা সাধারণ মানুষ কে বোকা বানায়।’
এদিন সুতিতে ভোট প্রচারে আসেন মুর্তজা হোসেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস প্রার্থী বলেন, 'খলিলুর রহমানকে যে কাজের জন্য মানুষ নির্বাচিত করেছিলেন সেই দায়িত্ব তিনি যথাযথ ভাবে পালন করেননি। আমি সুযোগ পেলে জঙ্গিপুরে ভাঙন রোধ, বিড়ি শ্রমিকদের সমস্যা নিয়ে কাজ করব।' সুতির বিধায়ক ঈমানি বিশ্বাস বলেন, 'আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে বিশ্বাস করি। কে কোথা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নিয়ে আমি ভাবি না। আমার এলাকা থেকে ব্যাপক পরিমাণে লিড নিয়ে খলিলুর রহমান জয়ী হবেন।'