Iran vs Israel: তৃতীয় বিশ্বযুদ্ধ হলে সবচয়ে নিরাপদ কোন কোন দেশ? রইল তালিকা
এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে। তারই মাঝে ইরান এবং ইজরায়েলের মধ্যেও যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা আরও প্রবল হয়ে উঠছে। সূত্রের দাবি, মধ্যপ্রাচ্যের সংঘাত আগামী সময়ে তীব্রতর হলে তার প্রভাব সারা বিশ্বে অনুভূত হবে। এমনতাবস্থায় তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্কই শুধু প্রবল হচ্ছে না নিরাপত্তা নিয়েও তৈরি হয়েছে আতঙ্ক। জেনে নিন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কোন কোন দেশের মানুষ সবচেয়ে বেশি নিরাপদে থাকবে।আন্টার্কটিকা-এই তালিকায় প্রথমেই নাম আছে একটি মহাদেশের। আন্টার্কটিকা। এই দেশটি তার পর্যটন, সুন্দর মনোরম দৃশ্য এবং বরফের জন্য বিখ্যাত। তৃতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে এই মহাদেশের উপর খুব কম প্রভাব পড়বে।
আর্জেন্টিনা-দক্ষিণ আমেরিকার এই দেশটি পরমাণু যুদ্ধের পর টিকে থাকার জন্য অন্যতম সেরা দেশ হিসেবে বিবেচিত হয়েছে। পারমাণবিক হামলা কৃষিতে খুব খারাপ প্রভাব ফেলে। কিন্তু এখানে প্রচুর পরিমাণে গমের মতো প্রতিরোধী ফসল রয়েছে, যা এই দেশটিকে নিরাপদ দেশ করে তোলে।
ভূটান-তৃতীয় বিশ্বযুদ্ধ বা পরমাণবিক হামলার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ দেশের তালিকায় রয়েছে ভারতের প্রতিবেশী দেশ ভূটানও। ১৯৭১ সালের সেপ্টেম্বরে জাতিসংঘে যোগদানের পর ভূটান কোনো বিরোধের ক্ষেত্রে নিজেকে নিরপেক্ষ থাকার ঘোষণা করেছিল। এই কারণে বৈশ্বিক শান্তি সূচকে ভূটানের স্থানো ভালো রয়েছে।
ফিজি-যুদ্ধক্ষেত্র থেকে দূরবর্তী স্থানে যেতে চাইলে ফিজি হলো সবথেকে ভালো বিকল্প। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ। এখান থেকে নিকটতম দেশ অস্ট্রেলিয়া। দুই দেশের মধ্যে দূরত্ব ৪৩৪৫ কিলোমিটার। ফিজি ঘন জঙ্গলে ঘেরা একটি উপযুক্ত নিরাপদ স্থান।
চিলি-চিলি হলো বিশ্বের দীর্ঘতম উপকূলরেখার দেশ যা মোট ৬৪৩৫ কিলোমিটার দীর্ঘ। আর্জেন্টিনার প্রতিবেশী দেশ চিলিও অনেক ধরণের ফসল এবং প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। দক্ষিণ আমেরিকায় চিলির উন্নয়নের সর্বোত্তম স্তর রয়েছে। বিশ্বযুদ্ধ হলে এই সমস্ত জিনিসগুলি চিলিকে একটি নিরাপদ স্থান করে তুলবে।
গ্রীনল্যান্ড-গ্লোবাল পিস ইনডেক্, ২০২১ সালের স্থান অনুযায়ী , আইসল্যান্ড এমন একটি দেশ যা তৃতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে শান্তিপূর্ণ থাকবে বলে মনে করা হচ্ছে। কারণ এটি একটি ইউরোপীয় দেশ হওয়ায় মানুষের প্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। এই দেশের ভৌগলিক অবস্থান দেশটিকে নিরাপদেই রাখবে।
এছাড়াও আরও অনেক দেশ রয়েছে যেগুলি বিশ্বযুদ্ধের ক্ষেত্রে বেশ নিরাপদ থাকতে পারে। এর মধ্যে রয়েছে আইসল্যান্ড, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সুইারল্যন্ড এবং টুভালুর মতো দেশ।