• Narendra Modi Interview : প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে প্রথম ১০০ দিনে কী কী পদক্ষেপ? প্ল্যান জানালেন 'আত্মবিশ্বাসী' মোদী
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • দেশে তৃতীয়বার ক্ষমতায় আসছে NDA সরকারই। এই নিয়ে সম্পূর্ণরূপে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে যে তিনিই বসতে চলেছেন, তা নিয়েও আত্মবিশ্বাসী নমো। আর তাই সরকার গঠনের ১০০ দিনের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন, তা ইতিমধ্যেই ব্রেনওয়ার্ক করে ফেলেছেন মোদী।সংবাদ সংস্থা ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের ১০০ দিনের প্ল্যান সম্পর্কে রহস্য ফাঁস করলেন নরেন্দ্র মোদী। দীর্ঘদিন গুজরাটের মুখ্যমন্ত্রী থাকার দরুন আগে থেকে প্ল্যান করে রাখার অভ্যাস আয়ত্ত করে ফেলেছেন তিনি। সেই অভ্যাসকেই প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে আরও শান দিয়েছেন। নরেন্দ্র মোদী বলেন, 'আমি দীর্ঘ কয়েকবছর মুখ্যমন্ত্রী ছিলাম। বারবার মনে হয়েছে, দেশে যখন বিভিন্ন প্রান্তে নির্বাচন হত, আদর্শ আচরণবিধি লাগু হয়ে যেত। যে রাজ্যেই ভোট হোক না কেন, আমার রাজ্য থেকে ভালো ভালো অফিসারদের ডিউটিতে পাঠানো হত। ৪০-৫০ দিন পর্যন্ত তাঁরা বাইরে থাকত। আমি চিন্তায় পড়ে যেতাম কী ভাবে রাজ্য চালাব? আমি নির্বাচন পর্বকে ছুটি হিসেবে মানব না।' তাঁর এই মতামত যে আদতে এক দেশ এক নির্বাচনের পক্ষেই সওয়াল, তা আর বলার অপেক্ষা রাখে না।

    মোদীর ১০০ দিনের প্ল্যানসংবাদ সংস্থাকে দেওয়া ইন্টারভিউতে নরেন্দ্র মোদী বলেন, 'এখন দেশে আদর্শ আচরণবিধি চলছে। তাই আমি সেভাবে কোনও পরিকল্পনার ট্রেলার দিতে পারব না। তবে ধীরে ধীরে সমস্ত পরিকল্পনাই স্পষ্ট হয়ে যাবে। জনগণের সামনে আনা হবে। আসলে আমি ১০০ দিনের একটি পরিকল্পনা করেছি। ২০৪৭ সালের কথা মাথায় রেখে দু'বছর আগে থেকে পরিশ্রম করতে শুরু করে দিয়েছি। লুকিয়ে রাখার মতো কিছু নেই। নির্বাচন শেষে আমার প্ল্যান রাজ্যে রাজ্যে পাঠানো হবে। সবটাই গোটা দেশের উন্নয়নের জন্য। দেশবাসীর উন্নয়নের জন্য।' নমোর সংযোজন, 'এমনটা নয়, কেবলমাত্র BJP শাসিত রাজ্যের সঙ্গে আমার পরিসকল্পনা শেয়ার করব। সমস্ত রাজ্যেই এই পরিকল্পনা পাঠানো হবে। এরপর নীতি আয়োগের মিটিং ডাকব। তারপর সেই নিয়ে চর্চা চলবে। সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের থেকে মতামত নেব।'

    প্ল্যান ফাঁস মোদীরতিন ভাগে তিনি সম্পূর্ণ ভিশন বাস্তবায়িত করবেন বলে জানান নরেন্দ্র মোদী। প্রথমত, BJP-র ইস্তেহারে উল্লেখ করা কোন কোন কাজ অবিলম্বে করা যায় তা বিবেচনা করে দেখবেন। দ্বিতীয়ত, ২৫ বছরের ভিশন নিয়ে যা ভেবেছেন তা নিয়ে ধাপে ধাপে পদক্ষেপ গ্রহণ করা শুরু করবেন এবং সর্বশেষে প্রথমে পাঁচ বছর আর তারও আগে ১০০ দিনে কী কাজ সম্পন্ন করা যাবে, তার বিস্তারিত তালিকা তৈরি করে ফেলবেন। নরেন্দ্র মোদী বলেন, 'এক মিনিটও নষ্ট করতে পারব না। ইতিমধ্যেই অফিসারদের কাজে লাগিয়ে রেখেছি। ২০১৯ সালের নির্বাচনের পরও ১০০ দিনের মধ্যে ৩৭০ অনুচ্ছেদ বাতিল, তিন তালাক বাতিল, ব্যাঙ্কের সংযুক্তিকরণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলি করে ফেলেছিলাম। পশু টিকাকরণ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এবারেও তালিকা প্রস্তুত রয়েছে।'
  • Link to this news (এই সময়)