• Modi On Electoral Bond: 'পরে সকলে আফশোস করবে...' নির্বাচনী বন্ডের পক্ষে যুক্তি সাজালেন প্রধানমন্ত্রী মোদী
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের ঠিক আগে নির্বাচনী বন্ড প্রকল্প নিয়ে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি একটি সাক্ষাৎকারে জানিয়েছে, যে এই প্রকল্পনিয়ে গৃহীত সিদ্ধান্তে কোনও রকম ত্রুটি থাকতে পারে না।নির্বাচনী বন্ড নিয়ে বিরোধী দলগুলি মিথ্যা ছড়াচ্ছে বলে সরাসরি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, যা হয়েছে তা দেশেরশীর্ষ আদালতের নির্দেশ মোতাবেকই হয়েছে। তিনি বলেন আসন্ন নির্বাচনে এই প্রকল্পের সৎ প্রতিফলন হলে প্রত্য়েকে এটির জন্য অনুশোচনা করবে। আসন্ন লোকসভা নির্বাচনে কালো টারা রোধ করার জন্যেই এই প্রকল্পটির সূচনা করা হয়। তিনি বলেন, বিরোধীর শুধুমাত্র অভিযোগ করে তারপর পালিয়ে যায়।

    তিনি বলেছিলেনযে ১৬ টি সংস্থা যারা তদন্ত সংস্থাগুলির পদক্ষপের অনুদান দিয়েছে, তার মাত্র ৩৭ শতাংশ বিজেপির কাছে এবং ৬৩ শতাংশ বিজেপির বিরোধী দলগুলিতে গেছে। প্রধানমন্ত্রী বলেন নির্বাচনে দেশকে কালো টাকার দিকে ঠেলে দেওয়া হয়েছে। এবং সবাই এর জন্য অনুতপ্ত হবে।

    নির্বাচনী বন্ড প্রকল্পের বিষয়ে নরেন্দ্রমোদী বলেছেন, এই প্রকল্পটিকে একটি সাফল্যের গল্প হিসেবে দেখা উচিত। কারণ এই ট্রায়ালটি দেখার অনুমতি দিয়েছে যে রাজনৈতিক ক্ষেত্রে কে অবদান রেখেছিল। তিনি বলেন এই প্রকল্পে অনেক উন্নতির সুযোগ রয়েছে। আমাদের দেশে অনেকদিন ধরেই আলোচনা চলছে যে নির্বাচনে কালো টাকার একটা বিপজ্জনক খেলা চলছে। দেশের নির্বাচনে কালো টাকার খেলা শেষ, এই আলোচনা অনেকদিন ধরেই চলছে।

    তিনি বলেছেন, নির্বাচনে খরচ হয়, এটা কেউ অস্বীকার করতে পারে না। সব দলকে প্রার্থীর খরচের জন্য টাকা নিতে হবে। আমি চেয়েছিলাম যে আমাদের নির্বাচন এই কালো টাকা থেকে মুক্ত হবে। আমার মনে একটা শুদ্ধ চিন্তা ছিল যে আমরা একটা ছোট পথ খুঁজে বের করেছি, আমরা কখনওই দাবি করিনি যে এটিই পরম উপায়।

    নরেন্দ্র মোদী প্রাসঙ্গিক বিলটি পাস হওয়ার সময় সংসদে নির্বাচনী বন্ড প্রকল্পটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। এবং যারা মন্তব্য করেছেন তদের মধ্যে কেউ কেউ এটিকে সমর্থন বলে জানিয়েছেন তিনি।

    কালো টাকা মোকাবিলার চেষ্টার অংশ হিসেবেই ১০০০ এবং ২০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল বলে সরকারে সিদ্ধান্তের কথা উল্লেখ করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, নির্বাচনের সময় এই নোটগুলি প্রচুর পরিমাণে সরানো হয়েছিল।
  • Link to this news (এই সময়)