• রাত পোহালেই বঙ্গে মোদী, এই প্রথম রায়গঞ্জে সভা কোনও প্রধানমন্ত্রীর
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • স্বাধীনতার পর এই প্রথম কোন প্রধানমন্ত্রী জনসভা করবেন রায়গঞ্জে। আর সেই সভাকে ঘিরে বিজেপি নেতা, কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও উন্মাদনা তুঙ্গে। পাড়ায় পাড়ায়, হাটে বাজারে, এমনকী প্রতিটি চায়ের দোকানের আড্ডায় এখন একটাই আলোচ্য বিষয়, প্রধানমন্ত্রী আসছেন।প্রসঙ্গত, ১৯৮৬ সালে দক্ষিণ দিনাজপুর থেকে শিলিগুড়ি যাওয়ার পথে শিলিগুড়ি মোড় এলাকায় সস্ত্রীক এসেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। সেই সময়ও সাধারণ মানুষের মধ্যে প্রধানমন্ত্রীকে দেখার ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল। এমনকী ওই এলাকার বিভিন্ন বাড়ি ও দোকানের ছাদে উঠেও সাধারণ মানুষ ভীড় জমিয়েছিলেন। ভিড়ের চাপে একটি ছাদের একাংশ ভেঙে দুর্ঘটনার কবলেও পড়েন একাধিক মানুষ। পথসভা করলেও কোনও প্রধানমন্ত্রী জনসভা করেননি রায়গঞ্জে। আসন্ন লোকসভা নির্বাচনে এবার বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে মঙ্গলবার নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

    রায়গঞ্জ শহর সংলগ্ন দক্ষিণ গোয়ালপাড়া এলাকায় সভা করবেন প্রধানমন্ত্রী। সভার প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিজেপি নেতৃত্বদের সঙ্গে বৈঠক করে, সভাস্থল সহ, যাতায়াতের রাস্তা, হেলিপ্যাড এবং গোটা শহরের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখেছেন এসপিজি কম্যান্ডোরা। ইতিমধ্যে বায়ুসেনার একাধিক MI17 হেলিকপ্টার এসে রায়গঞ্জ স্টেডিয়াম ও মিরুয়ালে অবস্থিত বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে ট্রায়াল দিয়ে গিয়েছে। প্রধানমন্ত্রীর সভা ঘিরে বিজেপি নেতা কর্মীদের উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো। শুধু বিজেপি নেতাকর্মী নয়, সাধারণ মানুষের মধ্যেও চরম উদ্দীপনা রয়েছে প্রধানমন্ত্রীর সভা ঘিরে।

    এই বিষয়ে গণেশ দাস নামে এক ব্যবসায়ী বলেন, 'আমরা খুব উৎসাহী, প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখতে পাব। জন্মের পর থেকে এই প্রথম কোনও প্রধানমন্ত্রীকে রায়গঞ্জে থেকে দেখতে পাব।' বাপ্পা সাহা নামে রায়গঞ্জের এক বাসিন্দা বলেন, 'এই প্রথম কোনও প্রধানমন্ত্রী রায়গঞ্জে সভা করবে। অবশ্যই দেখতে যাব। আমরা সাধারণ মানুষ খুবই উৎসাহী।' রায়গঞ্জের অপর এক বাসিন্দা তথা ছাত্রী সুস্মিতা দাস বলেন, 'প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন, আমরা খুবই এক্সাইটেড। খুব ভাল লাগছে যে জনপ্রিয় প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসবেন। রায়গঞ্জের উন্নয়ন হোক এটাই চাই।' কৌশিক সরকার নামে এক কংগ্রেস কর্মী বলেন, 'প্রধানমন্ত্রী তো কোন দলের নয়, প্রধানমন্ত্রী সবার। এই প্রথম কোন প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন, অবশ্যই ভালো, সাধুবাদ জানাই।'

    রায়গঞ্জের অপর এক বাসিন্দা তথা তৃণমূল সমর্থক রূপেশ সাহা বলেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রায়গঞ্জে আসছেন অবশ্যই ভালো, আমরাও দেখতে যাব, তবে এতদিন তাঁর দলের সদস্য দেবশ্রী চৌধুরী ক্ষমতায় ছিলেন, কিন্তু তেমন তো কোন উন্নতি করতে পারেননি রায়গঞ্জের।'অপরদিকে, তৃনমূলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, 'প্রধানমন্ত্রী তো প্রার্থীর নির্বাচনী প্রচারে আসছেন, তাই এই বিষয়ে তেমন কোন মন্তব্য করব না।'

    অন্যদিকে বিজেপির জেলা সভাপতি বাসুদেব সরকার বলেন, 'আগামীকাল লক্ষাধিক মানুষের জনসুনামী হবে। সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ,উদ্দীপনা,রোমাঞ্চ কাজ করছে তা কল্পনাতীত। আমাদের কর্মীরা সাধারণ মানুষকে প্রধানমন্ত্রীর সভায় আসার নিমন্ত্রণ করতে গিয়ে তাদের স্বতঃস্ফূর্ত উৎসাহ লক্ষ্য করেছেন। আমরা চিন্তায় রয়েছি যে এত লোককে কোথায় জায়গা দেব! তাই সাধারণ মানুষের যাতে কোনরকম সমস্যা না হয় এবং প্রধানমন্ত্রীর সভা যাতে সুষ্ঠুভাবে হয়, সেই জন্য সবদিক খতিয়ে দেখা হচ্ছে।'
  • Link to this news (এই সময়)