• টিকিট পরীক্ষার নামে যাত্রীদের সঙ্গে প্রতারণার ছক, জালে এবার ভুয়ো টিটিই
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • সাদা পোশাকে রেল স্টেশনে আপনার দিকে কেউ এগিয়ে এলেই আপনি ভাবতে শুরু করেন, টিকিট চেকার আসছে। নির্দিষ্ট ইউনিফর্মের কারণে রেলের টিকিট পরীক্ষকদের চিহ্নিত করা যায়। তবে, আদৌ তিনি যদি টিকিট পরীক্ষক না হন? আপনার কাছে টিকিট পরীক্ষক সেজে এসে যদি বিভ্রান্ত করেন? হ্যাঁ, এরকমই ঘটনা এবার নৈহাটি স্টেশনে। ভুয়ো দুই টিকিট পরীক্ষককে ধরা হল স্টেশন থেকে।নৈহাটি স্টেশনে ভুয়ো সিবিআই অফিসারের পরে দুইজন ভুয়ো টিকিট কালেক্টার ধরা পড়ল সোমবার। রেলের কর্তব্যরত হেড টিটি স্নেহাশিস চক্রবর্তীর হাতে দুই ভুয়ো টিতি ধরা পড়ে। সোমবার নৈহাটি স্টেশনে টিকিট পরীক্ষকের কাজ করছিলেন তিনি। স্টেশনেই দাঁড়িয়ে থাকা দুইজনকে বিনা টিকিটের যাত্রী হিসেবে সন্দেহ করেন তিনি। স্নেহাশিস চক্রবর্তী নামে রেলের টিকিট পরীক্ষক ওই দুই সন্দেহভাজন যুবকের কাছে টিকিট চান। তখন দুই যুবক তাদেরকে টিকিট কালেক্টর বলে দাবি করেন।

    উক্ত টিকিট পরীক্ষকের সন্দেহ হওয়াতে দুই যুবকের কাছে পরিচয় পত্র দেখতে চান। দুই যুবকের কাছ থেকে পরিচয় পত্র দেখার পর স্নেহাশিস চক্রবর্তী বুঝতে পারেন দুই যুবকের টিকিট পরীক্ষকের পরিচয় পত্র জাল। সন্দেহ হওয়ায় জিআরপি ও আরপিএফের শরণাপন্ন হন তিনি। আটকে রাখা হয় দুই জনকে। তাঁরা আদৌ টিকিট পরীক্ষক কিনা, রেলের কর্মীদের তালিকায় তাঁরা রয়েছেন কিনা, সে বিষয়ে খোঁজ খবর শুরু করা হয়। এরপরেই জানা যায়, ওই দুই যুবক আদৌ রেলের স্টাফ নন। তারা আসলে ভুয়ো টিকিট পরীক্ষক

    এরপরেই তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত যুবকের মধ্যে একজন বাঁকুড়ার বাসিন্দা নাম সৌরভ দাস, অপরজন রামপুরহাটের বাসিন্দা শশীকান্ত মণ্ডল। যদিও সূত্র মারফত জানা যাচ্ছে, মোটা টাকার বিনিময়ে তাদের এই কাজে নিয়োগ করা হয়েছিল। এদের পেছনে আরও বড় কোনও চক্র কাজ করছে কিনা সে ব্যাপারে খতিয়ে দেখছে রেল পুলিশ। ধৃত দুই যুবককে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    প্রসঙ্গত, ভুয়ো টিকিট পরীক্ষক ধরার পড়ার ঘটনা এই নতুন নয়। এর আগেও একাধিকবার শিয়ালদা বিভিন্ন শাখায় ভুয়ো টিকিট পরীক্ষক ধরা পড়ে। কিছুদিন আগেই বালিগঞ্জ স্টেশনে চার ভুয়ো টিকিট পরীক্ষক ধরা পড়ে। এদের মধ্যে তিনজন তামিলনাড়ুর বাসিন্দা এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানা যায়। পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের টিকিট পরীক্ষকদের একটি বিশেষ দল আরপিএফ কর্মীদের সঙ্গে বালিগঞ্জ স্টেশনে টিকিট পরীক্ষা করছিলেন যাত্রীদের। সেই সময়ই এই ভুয়ো টিকিট পরীক্ষকদের ধরতে পারা যায়।
  • Link to this news (এই সময়)