• বিরিয়ানির দাম নিয়ে লঙ্কাকাণ্ড টিকিয়াপাড়ায়, শ্রীঘরে ঠাঁই ২ যুবকের
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • বাঙালির আবেগ বিরিয়ানি। চিকেন, এক টুকরো আলু- আহা নালে ঝোলে বাঙালি। বিরিয়ানির আলু ভাগাভাগি নিয়ে লড়াই, 'যুদ্ধ' যে কারও স্মরণে থাকতে পারে। কিন্তু, সেই বিরিয়ানির জন্য থানা পুলিশ! সম্প্রতি এমনই এক ঘটনার সাক্ষী হল টিকিয়া পাড়া। মামলা গড়াল থানা, পুলিশ, কোর্ট পর্যন্ত।বিরিয়ানির দাম নিয়ে বচসার জেরে দোকান মালিকে বেধড়ক মারধর দুষ্কৃতীদের। রবিবার ঘটনাটি ঘটে টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে। হাওড়া থানার পুলিশ এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে।

    পুলিশ সূত্রে খবর, মধ্য হাওড়ার টিকিয়াপাড়ার বেলিলিয়াস রোডে একটি বিরিয়ানির দোকান চালান এলাকার যুবক আফজল ইসলাম। গত শনিবার রাতে উত্তর হাওড়ার পিলখানার দুজন যুবক ওই দোকানে বিরিয়ানি কিনতে আসেন এবং দোকান মালিকের সঙ্গে বিরিয়ানির দাম নিয়ে বচসা হয়। সেই সময় অবশ্য মিটমাট হয়ে যায় গোটা ঘটনাটি নিয়ে। মালিকও হাসিমুখে বিষয়টি মেনে নেন। অনেকেই মনে করছিলেন, গোটা ঘটনার যবনিকা পতন এখানেই হয়ে গিয়েছিল।

    কিন্তু, ওই গ্রাহকরা যে রাগ পুষে রেখেছিলেন, তা বুঝতে পারেননি দোকানের মালিক। রবিবার বিকেলে ওই দু'জন যুবক পিলখানা এলাকার আরও বেশ কয়েকজন যুবককে নিয়ে ওই দোকানে চড়াও হন। দোকান মালিককে কাছে পেয়ে তাকে কিল, চড় এবং ঘুষি মারতে থাকে। অভিযোগ, তাঁকে ধারাল অস্ত্র দিয়েও আক্রমণ করা হয়।

    গোটা ঘটনাটাই সিসিটিভি ক্যামেরাবন্দি হয়। গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারা আহত যুবককে উদ্ধার করেন। এর পাশাপাশি হামলাকারীরা পালানোর চেষ্টা করলে তাদের দু'জনকে হাতেনাতে ধরে ফেলেন। খবর দেওয়া হয় হাওড়া থানায়। পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দুই দুষ্কৃতী শেখ ইরশাদ এবং শক্তি মল্লিককে গ্রেফতার করে।

    শেখ ইরশাদ আহত হওয়ার কারণে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আগামীকাল ডাক্তারের অনুমতি নিয়ে তাঁকে হাওড়া আদালতে তোলা হবে। তবে শক্তি মল্লিককে আজ হাওড়া আদালতে তোলা হয়। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় পুলিশ মামলা শুরু করেছে। এই ঘটনায় আহত বিরিয়ানি ব্যবসায়ী হাওড়া জেলা হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

    এলাকাবাসীর কথায়, ‘ এভাবে বিরিয়ানির দাম নিয়ে মারামারির ঘটনার নজির সম্প্রতি নেই। এই ধরনের একটি ঘটনা যে কোনও সুস্থ সমাজের কাছে অত্যন্ত অনভিপ্রেত’। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
  • Link to this news (এই সময়)