• অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মদ্যপানের ছবি আসল? জানুন সত্যিটা
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের ছবি ও ভিডিয়ো শেয়ার হয়। তার মধ্যে অনেকগুলিই অনেক সময় ভুয়ো বলে প্রমাণিত। যেমন প্রাক্তন বিচারপতি তথা বর্তমান বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটি ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। যে ছবিটি শেয়ার করে দাবি করা হয়, তিনি মদ্যপান করছেন। এমনকী ওই ছবিতে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকেও দেখা যায়। যদিও সংবাদমাধ্যম BOOM সেই ছবির সত্যতা যাচাই করতে গিয়ে জানতে পারে, ছবিটি এডিট করে তৈরি করা হয়েছে, অর্থাৎ সেই ছবিটি ভুয়ো।ভাইরাল হওয়া ছবিতে কী রয়েছে?অভিজিৎ কলকাতা হাইকোর্টের বিচারপতির পদে ইস্তফা দিয়ে রাজনীতিতে যোগ দিয়েছেন। ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন তিনি। তমলুক কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী করেছে বিজেপি। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায় টেবিলের উপর অনেকগুলি জলের বোতল এবং তিনটি ফিশ ফ্রাই-এর প্লেট ছাড়াও একটি মদের বোতল ও তিনটি সোনালী রঙের পানীয় সহ গ্লাস রয়েছে। মদের বোতলটি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও শিশির অধিকারীর সামনের টেবিলের উপর রাখা, আর গ্লাসগুলি রাখা রয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারীর সামনে। সেই ছবিটিই সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হয়। ছবিটি শেয়ার করে দেবজিৎ বন্দ্যোপাধ্যায় নামে এক ফেসবুক ইউজার ক্যাপশনে লেখেন, 'বেয়ারা চালাও ফোয়ারা.......... কারা............চিনতে অসুবিধা হচ্ছে'।

    ভাইরাল হওয়া ছবির স্ক্রিনশট

    আবার অপর একটি ফেসবুক পেজেও ওই ছবিটি শেয়ার করে লেখা হয় 'একটু আনন্দে মেতেছি শিশির বাবুর সাথে'।

    ভাইরাল হওয়া ছবির স্ক্রিনশন

    কী ভাবে জানা গেল আসল সত্য?ছবিটির সত্যতা যাচাই করতে গিয়ে সংবাদমাধ্যম বুম প্রথমে গুগলে রিভার্স ইমেজ সার্চ করে। সেই রিভার্স ইমেজ সার্চ করে বুম একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন পায়। সেই প্রতিবেদনে জানা যায়, গত ১২ মার্চ তমলুকে রাজনৈতিক কর্মসূচির পর সন্ধ্যেবেলায় কাঁথিতে অধিকারী পরিবারের বাসভবন শান্তিকুঞ্জে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে আলাপ আলোচনার সময় তিনি ফিশ ফ্রাই, চা ও অল্প কাজু খান। ভাইরাল পোস্ট ও প্রতিবেদনে ব্যবহৃত ছবি দু'টির তুলনা করে তাঁদের পোশাক, টেবিলের উপরে রাখা জলের বোতল, খাবারের প্লেট ও ঘরের সাজসজ্জার মিল দেখে বুম নিশ্চিত হয় যে দু'টি ছবিই একই দিনে তোলা। একইসঙ্গে বুম আরও নিশ্চিত হয় যে ভাইরাল ওই পোস্টটি এডিট করা।

    (This story was originally published by Boom and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)
  • Link to this news (এই সময়)