পশ্চিমবঙ্গে রামনবমীতে হিংসা ছড়ানোর আশঙ্কা রয়েছে। ভোটের আবহে বারবার এমনই অভিযোগ করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মধ্যেই ফের একটা রামনবমী চলে এসেছে। ১৭ এপ্রিল রামনবমী। সেদিন অন্যবারের মতই বিভিন্ন জায়গায় মিছিলের আয়োজন করতে চলেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। তার আগে ইতিমধ্যে মুর্শিদাবাদের বেলডাঙায় উত্তেজনা তৈরি হয়েছে। ফলে, রামনবমীতে হিংসা ছড়ানো রুখতে প্রশাসন রীতিমতো সতর্ক।