RCB vs SRH: ৩৯ বলে সুপার-সাইক্লোন সেঞ্চুরি, স্কোরবোর্ডে ২৮৭! RCB-কে থেঁতো করে রেকর্ডের পর রেকর্ড চূর্ণ হায়দরাবাদের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
Records during RCB vs SRH:
নিজেদের রেকর্ড ভেঙে আইপিএলের কোনও ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। সোমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিন উইকেটে ২৮৭ রান করে তারা আইপিএলের কোনও ম্যাচে সর্বোচ্চ রান সংগ্রহে নিজেদের রেকর্ড ভাঙল। মাত্র ৩৯ বলে সেঞ্চুরি হাঁকালেন ট্রাভিস হেড। ব্যাটিংয়ের ঝড় তুলে হেনরিক ক্লাসেনও অর্ধশতক পূর্ণ করলেন। আর, তাতেই রানের পাহাড়ে চাপল হায়দরাবাদের দল।