• পথ চলা শুরু টেকনো গ্রুপের ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: বাংলার ক্রীড়া মানচিত্রে নতুন সংযোজন ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। সোমবার কলকাতায় আনুষ্ঠানিক উদ্বোধন হল টেকনো ইন্ডিয়া গ্রুপের এই ফুটবল ক্লাবের। আগামী মরশুম থেকে কলকাতা লিগের প্রথম ডিভিশনে অংশ নেবে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। এর সঙ্গে জড়িত সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। ক্লাবের প্রতিষ্ঠাতা এবং সচিব দেবদূত রায়চৌধুরী। সভাপতি টেকনো ইন্ডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী। সহ সভাপতি মৌ রায়চৌধুরী। যুগ্ম সচিব সোহিনী দেবনাথ। হেড কোচ দীপক মণ্ডলের তত্ত্বাবধানে মে মাসের প্রথম সপ্তাহ থেকে প্রশিক্ষণ শুরু হবে। অনুশীলনের জন্য সোদপুরের একটি মাঠ নেওয়া হচ্ছে। মূলত তরুণ ফুটবলারদের নিয়েই দল গঠন করা হবে। ১৮ থেকে ২২ বছরের উঠতি ফুটবলারদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে স্কাউটিং করা হবে। মেন্টরের ভূমিকায় থাকবেন আন্তর্জাতিক স্তরের প্রখ্যাত রেফারি প্রাঞ্জল ব্যানার্জি। ক্লাবের পরামর্শদাতা ব্যারেটো।‌ রিলায়েন্স অ্যাকাডেমিতে ছোটদের নিয়ে কাজ করেন ব্রাজিলিয়ান তারকা। তাঁর এই অভিজ্ঞতা কাজে লাগাতে চাইছে টেকনো গ্রুপের ক্লাব। এদিন ক্লাবের লোগো এবং জার্সির উন্মোচন করা হয়। লোগোর রং সোনালি এবং নীল। আছে অভিনবত্ব। কলকাতার সংস্কৃতির কথা মাথায় রেখেই বানানো হয়েছে ক্লাবের লোগো। যার অঙ্গ হাওড়া ব্রিজ, ট্রাম এবং আলপনা। দেবদূত রায়চৌধুরীর জানালেন, যুব সম্প্রদায়ের উন্নয়ন তাঁদের লক্ষ্য। মেয়েদের দল গড়ার বিষয়েও কথাবার্তা অনেকদূর এগিয়ে গিয়েছে। ভবিষ্যতে অ্যাকাডেমি তৈরি করা লক্ষ্য। ও আইএসএল-এ খেলা টার্গেট। দেবদূত রায়চৌধুরী জানান, "বিভিন্ন স্কুল, কলেজ থেকে আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের সূচনা হবে। জেলায় ফোকাস করা হবে। সেখান থেকে স্কাউটিং হবে। আমাদের পরিকাঠামো ব্যবহার করতে পারবে। তৃণমূল স্তরে পৌঁছনো আমাদের প্রাথমিক লক্ষ্য। তাই বিভিন্ন জেলায় ট্রেনাররা যাবেন। দল গঠনের কাজ শুরু হয়ে গিয়েছে। উঠতি ফুটবলারদের পাশাপাশি কয়েকজন অভিজ্ঞ, তারকা ফুটবলারও দলে রাখা হবে। যাতে জুনিয়ররা তাঁদের থেকে অনুপ্রাণিত হতে পারে। পরামর্শ দেবে।" হেড কোচ দীপক মণ্ডল জানান, শুধুমাত্র বাঙালি ফুটবলারদের নিয়েই দল গড়তে চান। এদিন ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন প্রাক্তন তারকা ফুটবলাররা। গৌতম সরকার, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গাঙ্গুলি, সমরেশ চৌধুরী, সুমিত মুখার্জিরা আজও ইউথ আইকন হিসেবে প্রাণিত করেন নবীন প্রজন্মকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা।ছবি: অভিষেক চক্রবর্তী
  • Link to this news (আজকাল)