• দলের স্বার্থে চোট নিয়ে খেলছেন ধোনি, জানালেন কোচ
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ৪২ বছরেও আইপিএলের সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। চলতি আইপিএলের প্রথম ম্যাচে নেমেই তার প্রমাণ দিয়েছিলেন। রবিবার মুম্বইয়ের বিরুদ্ধে সেটা আরও একবার প্রমাণিত হল। চার বল বাকি থাকতে নেমেছিলেন সিএসকের প্রাক্তন নেতা। প্রথম তিন বলেই ছক্কা হাঁকান। ৪ বলে করা ধোনির ২০ রান দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। বোলিং পরামর্শদাতা এরিক সিমন্স জানান, নেটে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করা হয় ধোনিকে। ট্রেনিং সেশনে তাঁর বিরুদ্ধে ডেথ বোলিং প্র্যাকটিস করে চেন্নাইয়ের বোলাররা। এবার সেটা ম্যাচে নেমেও কাজে দিচ্ছে। সিমন্স বলেন, "ওরা আমাদের দুশো রানের কমে আটকে রাখতে চেয়েছিল। কিন্তু ধোনির একটা ওভার ওদের ঘেঁটে দেয়। ওর ওপর কিছু নির্ভর করলে, প্রতিবার আমাদের চমকে দেয়। নেমেই প্রথম বলে ছয় মারা এবং পরের দুটো বলেও একই ছন্দ ধরে রাখা সহজ নয়। তবে নেটে ও দারুণ ব্যাট করছে। আরও একটা অবিশ্বাস্য এমএস ধোনি মুহূর্ত উপহার দিল আমাদের। আমরা ডেথ বোলিং প্র্যাকটিস করার সময় ওকে ব্যাটিং টেমপ্লেট হিসেবে ব্যবহার করি। ওর বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করতে পারলে আমরা মনে করি সঠিক দিশাতেই এগোচ্ছে।" প্রথম ম্যাচের পর পায়ে আইস প্যাক লাগিয়ে ঘুরতে দেখা যায় ধোনিকে। সিএসকে বোলিং কোচ জানিয়ে দেন, হাঁটুর চোটে ভুগছেন ধোনি। কিন্তু সেটা দলের কাউকে বুঝতে দিতে চান না। এই প্রসঙ্গে সিমন্স বলেন, "ধোনি নিজে ছাড়া বাকিরা ওর চোট নিয়ে চিন্তিত। ওর মতো শক্তপোক্ত মানুষের সান্নিধ্যে আমি আগে আসিনি। আমরা জানি না কতটা যন্ত্রণায় ভুগছে ও। ও এইভাবেই চালিয়ে যায়। তবে সেসব উড়িয়ে দলের জন্য নিজের সেরাটা দেওয়ার ক্ষমতা আছে ওর। চোট নিয়ে ধোনির থেকে বেশি চিন্তিত ক্রিকেটপ্রেমীরা।" দুটো ম্যাচে ব্যাট হাতে নেমেই নজর কেড়েছেন মাহি। পরের ম্যাচগুলোতেও তাঁকে একই ছন্দে দেখতে চায় ভক্তরা। 
  • Link to this news (আজকাল)