• বিচারব্যবস্থার অবনমনের আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতিকে চিঠি প্রাক্তন বিচারপতিদের...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • বীরেন ভট্টাচার্য, ‌‌নয়াদিল্লি:‌ দেশের বিচার ব্যবস্থার অবনমনের অভিযোগ তুলে প্রধান বিচারপতিকে চিঠি দিলেন ২১ জন প্রাক্তন বিচারপতি। তাঁদের উদ্বেগ, ‘‌পরিকল্পামাফিক চাপ সৃষ্টি, ভুল তথ্য এবং প্রকাশ্যে অপমানজনক শব্দ ব্যবহার করে বিচার ব্যবস্থার মর্যাদাহানি করা হচ্ছে।’‌ অবসরপ্রাপ্ত বিচারপতিদের দাবি, এর ফলে শুধুমাত্র বিচারব্যবস্থার পবিত্রতা, কর্তৃত্ব ক্ষুন্ন হচ্ছে এবং নিরপেক্ষ বিচারের প্রক্রিয়াকে চ্যালেঞ্জের সামনে ফেলে দেওয়া হচ্ছে।স্বাক্ষরকারী বিচারপতিদের তালিকায় রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি দীপক ভার্মা, প্রাক্তন বিচারপতি কৃষ্ণ মুরারি, প্রাক্তন বিচারপতি দিনেশ মাহেশ্বরী এবং বিচারপতি এমআর শাহ। চিঠিতে তাঁরা লিখেছেন, ‘‌যেগুলি একটি নির্দিষ্ট অংশের মতের সঙ্গে সাদৃশ্য থাকছে, বিচার ব্যবস্থার এমন নির্দিষ্ট কিছু সিদ্ধান্তের প্রশংসা করা হচ্ছে এবং যে সিদ্ধান্তগুলি বিচার প্রক্রিয়ার বিবেচনা এবং আইনের শাসন ক্ষুন্ন করে না, এমন সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করা হচ্ছে।’‌ তাঁদের বক্তব্য, ‘‌আমরা লক্ষ্য করেছি যে, এই অংশটি ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ এবং ব্যক্তিগত লাভ দ্বারা চালিত এবং এর মধ্য দিয়ে বিচারপ্রক্রিয়ার প্রতি সাধারণ মানুষের বিশ্বাস ক্ষুন্ন করার চেষ্টা করা হচ্ছে।’‌ অবসরপ্রাপ্ত বিচারপতিরা লিখেছেন, ‘‌এই গোষ্ঠীর ব্যক্তি, কর্মীরা প্রচণ্ডই সমস্যা তৈরি করছেন, বিচারব্যবস্থার মর্যাদা ক্ষুন্ন করার জন্য নানান ধরণের ভিত্তিহীন তত্ব তুলে ধরেছেন এবং বিচারব্যবস্থার রায় নিজেদের পক্ষে করার জন্য নানানভাবে প্রভাব খাটানোর চেষ্টা করছেন।’‌ প্রাক্তন বিচারপতিদের বক্তব্য, ‘‌বিচারব্যবস্থাকে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে রক্ষা করা প্রয়োজন।’‌ গত মাসে প্রধান বিচারপতিকে চিঠি লিখেছিলেন হরিশ সালভে, পিঙ্কি আনন্দ সহ ৬০০ এর বেশি আইনজীবী। তাঁদের অভিযোগ, নিজেদের স্বার্থে বিচারব্যবস্থায় প্রভাব খাটানোর চেষ্টা করছে একটি অংশ।
  • Link to this news (আজকাল)