• ‌দেশে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে, জানাল আইএমডি...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  •  আজকাল ওয়েবডেস্ক:‌ দেশে এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। জানাল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (‌আইএমডি)‌। সোমবার আইএমডি জানিয়েছে, চলতি বছরে গোটা দেশে স্বাভাবিকের চেয়ে ছ’শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় বৃষ্টিপাতের পরিমাণ হতে পারে ৮৭ শতাংশ। আইএমডি জানিয়েছে, এই বছর বর্ষার আগে ‘এল নিনো’ পরিস্থিতির প্রভাব তেমন না–ও থাকতে পারে। ‘লা নিনা’–ও দুর্বল থাকতে পারে। এমন পরিস্থিতি থাকলে বৃষ্টিপাতের সহায়ক পরিবেশ তৈরি হয়। সাধারণত ১ জুন কেরল হয়ে ভারতে ঢোকে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু। সেপ্টেম্বরের শেষ অবধি চলে বৃষ্টি। এটাই ঘোষিত বর্ষাকাল। তবে এই দিনক্ষণের হেরফের প্রায়শই হয়। সোমবার আইএমডি জানিয়েছে, বসন্তকালে এবার উত্তর মেরুতে অন্য বারের তুলনায় কম তুষারপাত হয়েছে। এর সঙ্গে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর বিপরীত সম্পর্ক রয়েছে। যার ফলে পূর্বাভাস, এবার স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে দেশে। 
  • Link to this news (আজকাল)