• ‌ আপাতত জেলেই থাকতে হবে, শীর্ষ আদালতেও স্বস্তি মিলল না কেজরির...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ আপাতত তিহাড় জেলেই থাকতে হবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। সোমবার তাঁর মামলার শুনানির পরে কেজরির জামিন মঞ্জুর করেনি সুপ্রিম কোর্ট। আপাতত ইডির কাছে ২৭ এপ্রিলের মধ্যে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। আগামী ২৯ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি হবে। প্রসঙ্গত, ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা নির্বাচন। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৬ এপ্রিল। এই দুই দিনই জেলে বন্দি থাকবেন কেজরি। কারণ কেজরিওয়ালের গ্রেপ্তারি নিয়ে পরবর্তী শুনানি হবে ২৯ এপ্রিল বা তার পরে। এদিকে, সোমবার দিল্লি আদালত কেজরির জেল হেফাজতের মেয়াদ বৃদ্ধি করেছে। ২৩ এপ্রিল অবধি তিহাড় জেলেই থাকতে হবে তাঁকে। এদিন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে ভার্চুয়ালি পেশ করা হয় দিল্লির মুখ্যমন্ত্রীকে। অন্যদিকে সুপ্রিম কোর্টে এদিন কেজরির হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনুসিংভি। ১৯ এপ্রিলের আগে অন্তর্বর্তী নির্দেশের আবেদন জানান তাঁরা। যদিও আদালত সে আবেদন মানেনি। ২৯ এপ্রিল ফের শুনানি। 
  • Link to this news (আজকাল)