• ভারত-বাংলাদেশ সীমান্তে দেড় কোটি টাকার সোনার ইট বাজেয়াপ্ত করল বিএসএফ...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ফের সীমান্তে সক্রিয় বিএসএফ। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় চোরাচালান ব্যর্থ করে দুটি সোনার ইট আটক করল বিএসএফ জওয়ানরা। সীমান্তের বেড়ার ওপর দিয়ে চোরাই ইট ভারতে পাচারের চেষ্টা করছিল চোরাকারবারীরা। বাজেয়াপ্ত হওয়া দুটি ইটের ওজন প্রায় দেড় কোটি টাকার কাছাকাছি। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে খাজিবাগান সীমান্ত ফাঁড়িতে সজাগ ছিলেন জওয়ানরা। তাঁদের কাছে তথ্য ছিল, বেড়ার ওপর দিয়ে চোরাই ইট পাচার করা হতে পারে। পাহারায় থাকাকালীন জওয়ানরা বাংলাদেশের দিকে পাঁচ ব্যক্তিকে পাঁচিলের দিকে যেতে দেখেন। চোরাই ইটের প্যাকেট ভারতের দিকে আসতেই দুষ্কৃতীরা এগিয়ে যায়। সঙ্গে সঙ্গে জওয়ানরা তাদের ধরতে গেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। বাজেয়াপ্ত হওয়া প্যাকেট খুললে উদ্ধার হয় সোনার ইট। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনপুর কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে সোনার ইট দুটি।
  • Link to this news (আজকাল)