• ভোটদানে মানুষকে উদ্বুদ্ধ করতে খোলা হল নির্বাচন সহায়তা কেন্দ্র...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • মিল্টন সেন, হুগলি: ভোটদানে যুব সমাজ সহ সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে খোলা হল নির্বাচন সহায়তা কেন্দ্র। ভারতের নির্বাচন কমিশনের এসভিইইপি কর্মসূচির অঙ্গ হিসেবেই খোলা হল এই নির্বাচনী সহায়তা কেন্দ্র। সোমবার বিকেলে চন্দননগর রানী ঘাট সংলগ্ন এলাকায় ঢাক বাজিয়ে সাড়ম্বরে কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য্য। উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাভালগী, ডিসি হেডকোয়ার্টার ঈশানি পাল, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, চন্দননগর পুর নিগমের কমিশনার শুভময় ভট্টাচার্য্য প্রমুখ। এদিন জেলাশাসক জানিয়েছেন, এই কেন্দ্র মূলত সাধারণ ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার জন্য। এই কেন্দ্র থেকে ভোটাররা ভোট সহায়ক অ্যাপ ব্যবহারের খুঁটিনাটি জানতে পারবেন। একইসঙ্গে তাঁরা কিভাবে ভোটদান প্রক্রিয়া সম্পন্ন করবেন সমস্ত কিছুই পরিষ্কার করে দেওয়া হয়। খোলা হয় নতুন ভোটারদের জন্য সেলফি জোন। এছাড়া একটি কিউ ‌আর কোড দেওয়া হয়। যেটা স্ক্যান করলে ভোট সংক্রান্ত যাবতীয় তথ্য ভোটাররা সহজেই জানতে পারবেন। কোনও সমস্যা থাকলে ভোটাররা অভিযোগও জানাতে পারবেন। আপাতত জেলায় এইরকম একটি কেন্দ্র খোলা হল। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী কেন্দ্রের সংখ্যা বাড়ানো হতে পারে। পুলিশ কমিশনার অমিত পি জাভালগী বলেছেন, ‘‌শান্তিপূর্ণ ভাবে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। গত এক মাস ধরে নিয়মিত চলছে রুটমার্চ। সামনেই রামনবমী। শান্তিপূর্ণভাবে সেই উৎসব পালন করার ব্যবস্থা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। যেখানে যেখানে রামনবমীর মিছিল হবে সেখানে পর্যাপ্ত পুলিশি ব্যাবস্থা থাকবে। ড্রোন এবং অন্যান্য মাধ্যমে প্রত্যেকটি মিছিলের ভিডিও করা হবে। নিয়মিতভাবে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে পুলিশ প্রশাসন।’‌ 
  • Link to this news (আজকাল)