• ‌উত্তরের তিন কেন্দ্রে প্রথম দফার ভোটের পরেও থাকবে বাহিনী, জানাল কমিশন...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ ভোট পরবর্তী হিংসা ঠেকাতে তৎপর কমিশন। আগামী শুক্রবার রাজ্যের তিন আসনে হবে ভোটগ্রহণ। তার মধ্যে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার। কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচনের পরেও এই তিন কেন্দ্রে বাহিনী থাকবে। কমিশন সূত্রে খবর, ভোট পরবর্তী হিংসা ঠেকাতে ওই তিন কেন্দ্রে ৬ কোম্পানি করে বাহিনী মোতায়েন থাকবে। ওই বাহিনীর একাংশকে স্ট্রংরুম পাহারা দেওয়ার জন্য ব্যবহার করা হবে। বাকি বাহিনী থাকবে অশান্তি ঠেকাতে। কমিশন আরও জানিয়েছে, প্রথম দফার মতো দ্বিতীয় দফাতেও কেন্দ্রীয় বাহিনী থাকবে ১০০ শতাংশ বুথে। ২৬ এপ্রিল হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। প্রসঙ্গত, ১ মার্চ থেকে রাজ্যে দফায় দফায় এসেছে কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত রাজ্যে মোট ২৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে।
  • Link to this news (আজকাল)