• ‌আরও ২২ কোম্পানি সেনা আসছে রাজ্যে
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ আরও ২২ কোম্পানি সেনা আসছে রাজ্যে। এর মধ্যে ৯ কোম্পানি আসছে সিকিম থেকে এবং বাকি ১৩ কোম্পানি আসছে মেঘালয় থেকে। কমিশনের তরফে জানানো হয়েছে, ২৯৯ কোম্পানির মধ্যে ২৭২ কোম্পানি বাহিনী ব্যবহার করা হবে দ্বিতীয় দফার ভোটে। তার মধ্যে দক্ষিণ দিনাজপুরে ৭৩, রায়গঞ্জে ৬০, ইসলামপুরে ৬১, দার্জিলিংয়ে ৫১, শিলিগুড়িতে ২১ ও কালিম্পংয়ে থাকবে ১৬ কোম্পানি। এদিকে ২০ এপ্রিলের পর আরও ২২ কোম্পানি বাহিনী আসছে রাজ্যে। অন্যদিকে, তৃতীয় দফার ভোটের আগে মালদায় ৩, মুর্শিদাবাদে ৩, জাহাঙ্গীরপুরে ২, কৃষ্ণনগরে ১ কোম্পানি সেনা মোতায়েন করতে চলেছে কমিশন। প্রথম দফায় ১০০ শতাংশ বুথের ওয়েব কাস্টিং করতে চলেছে কমিশন। তবে পাহাড়ি এলাকায় নেটওয়ার্কের সমস্যা হতে পারে। সে কারণে মাইক্রো অবজার্ভার থাকবে বেশ কয়েকটি বুথে। এছাড়াও থাকছে কুইক রেসপন্স টিম।
  • Link to this news (আজকাল)