• কেসিসি বৈঠকখানা, নতুন বছরের শুরুতেই সাহিত্য উৎসব শহরে
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের গোড়াতেই শহরে বাংলা সাহিত্য উৎসব। নাম ‘কেসিসি বৈঠকখানা’। কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি আয়োজিত এই সমাবেশ হবে ১৯ থেকে ২১ এপ্রিল। এই সাহিত্যিক আড্ডার এ বছরের থিম: মধ্যবিত্ত। সমস্ত আলোচনা বিতর্ক গান বা অভিনয় এই মূলসূত্রটিকে ছুঁয়ে যাবে বারেবারে। এই সাহিত্য উৎসবের উদ্বোধন করবেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়, যোগেন চৌধুরী, বিভাস চক্রবর্তী। সাহিত্য উৎসবে সন্দীপন চট্টোপাধ্যায়ের গল্প পড়বেন অনির্বাণ ভট্টাচার্য, শ্রীজাত পড়বেন ভাস্কর চক্রবর্তী ও আরও অনেকের কবিতা, সুদীপ্তা চক্রবর্তী ‘অপরাজিতা’ নাটকের অংশ অভিনয় করবেন। আলোচনা হবে আখতারুজ্জামানের সাহিত্যে মধ্যবিত্ত নিয়ে। এই আলোচনার জন্য বাংলাদেশ থেকে আসছেন কবি ও অনুবাদক সাজ্জাদ শরিফ। বিতর্কে যুযুধান থাকছেন সঞ্জয় মুখোপাধ্যায় ও আব্দুল কাফি। মধ্যবিত্তের ঘ্যানঘ্যান নিয়ে আলোচনা করবেন প্রচেত গুপ্ত রঞ্জন বন্দ্যোপাধ্যায়, ঋদ্ধি সেন। অন্যদিকে সিনেমায় মধ্যবিত্ত নিয়ে কথা বলবেন সুমন মুখোপাধ্যায় কমলেশ্বর মুখোপাধ্যায় অনিরুদ্ধ রায়চৌধুরী। থাকছে কার্টুন দলের আঁকা ও চন্দ্রবিন্দুর গান। সাহিত্য উৎসবে থাকছে আরও নানাবিধ অনুষ্ঠান, থাকছে বইয়ের স্টল।
  • Link to this news (আজকাল)