• 'আমি মোদী ফ্যান,' বলেছিলেন ইলন মাস্ক, শুনে কী বললেন প্রধানমন্ত্রী?
    আজ তক | ১৬ এপ্রিল ২০২৪
  • নিজেকে 'মোদী ফ্যান' বলেছিলেন বিশ্বের ধনীতম ব্যক্তি ইলন মাস্ক। এতদিন পর ইলনের সেই কথার পাল্টা প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ইলন মাস্ক 'ভারতের সমর্থক'। গত বছরের জুনে নিউ ইয়র্কে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নিজেকে মোদী ফ্যান বলেছিলেন ইলন মাস্ক।

    ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'দেখুন, ইলন মাস্ক যে মোদীর সমর্থক, তার মানেই একটাই জিনিস, তিনি আসলে ভারতের সমর্থক।'

    ভারতে টেসলা এবং স্টারলিঙ্ক আসছে? প্রধানমন্ত্রী জানান, 'ভারতে যদি কেউ বিনিয়োগ করতে চান, তবে তাঁদের কাছ থেকে বিনিয়োগ স্বাগত। তবে প্রোডাক্টগুলি ভারতীয়দের দ্বারা তৈরি। যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ পেতে পারে।'

    'আমি চাই ভারতে বিনিয়োগ আসুক। কে বিনিয়োগ করেছে তাতে কিছু যায় আসে না, (তবে) কাজের জন্য যে পরিশ্রম, সেটা আমাদের নিজেদের লোকদেরই করতে হবে। পণ্যটিতে যেন আমাদের মাটির ছোঁয়া থাকে। যাতে দেশের যুবসমাজ কর্মসংস্থানের সুযোগ পায়,' এএনআইকে বলেন তিনি।

    টেসলা চলতি বছরের শেষের দিকেই ভারতে সেল শুরু করবে। নয়াদিল্লি এবং মুম্বইতে শোরুম বানানোর জন্য উপযুক্ত জায়গাও খুঁজতে শুরু করেছে সংস্থা।

    টেসলার সিইও ইলন মাস্ক চলতি মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে ভারত সফরের পরিকল্পনা করছেন। কয়েক দিন আগেই এক্স-এ সেই বিষয়ে জানিয়েছেন।

    প্রধানমন্ত্রী জানান, 'তিনি আমাকে তাঁর কারখানার সবকিছু দেখিয়েছিলেন(২০১৫ সালে)। এবং আমি তাঁর কাছ থেকে তাঁর দৃষ্টিভঙ্গি জানলাম। এরপর আরও একবার গিয়েছিলাম (২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে) এবং তাঁর সঙ্গে আবার দেখা হয়েছিল। এবার অবশেষে তিনি ভারতে আসতে চলেছেন,' বলেন প্রধানমন্ত্রী মোদী।
  • Link to this news (আজ তক)