• পাকিস্তানের মাটিতে খুন সর্বজিৎ হত্যাকারী
    দৈনিক স্টেটসম্যান | ১৬ এপ্রিল ২০২৪
  • খুশি জীবনী-অভিনেতা রণদীপ হুডা দিল্লি, ১৫ এপ্রিল? অবশেষে শাস্তি ফেল সর্বজিৎ সিং হত্যাকান্ডে জড়িত অপরাধী সরফরাজ৷ পাকিস্তানের মাটিতেই খুন হল সর্বজিৎ সিং হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আমির সরফরাজ টাম্বা৷ পুলিশ জানিয়েছে, ইসলামপুরা এলাকায় দুষ্কৃতীরা মোটরবাইকে করে এসে গুলি করে মেরে দেয় তাকে৷ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি৷
    হত্যাকারীরা বাইকে করে আসে যাদের একজন হেলমেট পরে ছিল৷ অন্যজনের মুখে মাস্ক পরা ছিল৷ গুলি চালিয়েই তারা পালিয়ে যায়৷ তবে সর্বজিৎ হত্যাকারীর পরিণতিতে খুশির হাওয়া বয়ে গিয়েছে পাঞ্জাবে সর্বজিতের গ্রামে৷ সরফরাজের মৃতু্যতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ভারতীয় অভিনেতা রণদীপ হুডা বলেছেন, অজ্ঞাতপরিচয় খুনিদের ধন্যবাদ৷ সর্বজিৎ নামে ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ওই ছবিতে অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন, রিচা চাড্ডা এবং দর্শন কুমার৷ রণদীপ হুডা প্রতিক্রিয়ায় লিখেছেন, কর্ম৷ অপরিচিত খুনিদের ধন্যবাদ৷ তাঁর কথায়, আমার দিদি দলবীর কৌরকে মনে পড়ছে৷ স্বপ্নদীপ পুনমের জন্য ভালোবাসা রইল৷ শহিদ সর্বজিৎ সিং আজ ন্যায়বিচার পেলেন৷
    উল্লেখ্য, সর্বজিৎ সিং চাষ করার সময় ভুল করে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে ঢুকে পডে়ছিলেন৷ তখন পাক বাহিনী তাঁকে চর সন্দেহে গ্রেফতার করে৷ পাকিস্তানে বোমা বিস্ফোরণের মামলায় ফাঁসিয়ে মৃতু্যদণ্ডের সাজা ঘোষণা করে আদালত৷ নিশ্ছিদ্র নিরাপত্তায় মোড়া লাহোর সেন্ট্রাল জেলের ভিতরেই কিছু বন্দি সর্বজিৎকে বেদম পেটায় একদিন৷ মাথায় ইট এবং লোহার ডান্ডা দিয়ে মেরে রক্তাক্ত করা হয়৷ তাতে তিনি কোমায় চলে যান৷ ২০১৩ সালের ২ মে লাহোরের জিন্নাহ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতু্য হয় তাঁর৷
    অন্যদিকে, সর্বজিতের হত্যাকারী সরফরাজের লাহোরে ১৯৭৯ সালে জন্ম ৷ সে হাফিজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী ছিল৷ সইদই তাকে পাকিস্তানের জেলে সর্বজিৎকে খুনের জন্য পাঠিয়েছিল৷ লাহোর কা আসলি ডন নামে পরিচিত সরফরাজ ট্রাকওয়ালা গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল৷ সম্পত্তি জবরদখল এবং মাদক পাচার মূলত পেশা ছিল তার৷ সম্প্রতি গ্যাংয়েরই এক সদস্যের সঙ্গে অবনিবনার সূত্রপাত হয়৷ সেখান থেকে একটি গ্যাংওয়ারও হয় দুপক্ষে৷ পরে একটি বিয়ের অনুষ্ঠানে ঢুকে একদা সহযোগীকে খুন করে টাম্বা৷
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)