• Chaitra Navratri 2024 Day 8: চাইলেই মেলে আয়ু থেকে যশ, দেবী মহাগৌরীর প্রতি ভক্তদের আকুলতা তাই অপরিসীম
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
  • Chaitra Navratri 2024 in Bengali:

    নবদুর্গার মধ্যে মহাগৌরী হল মহাদেবীর অষ্টম রূপ। নবরাত্রির অষ্টম দিনে দেবী মহাগৌরীর পূজা করা হয়। হিন্দুধর্ম অনুযায়ী, মহাগৌরী তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করে থাকেন। দেবীর আরাধনা করলে সুখ এবং সৌভাগ্য লাভ হয়। সুসন্তান প্রাপ্তি হয়। এবছর, ২০২৪ সালের চৈত্র নবরাত্রিতে দেবী মহাগৌরীর আরাধনার তিথি বা অষ্টমী পড়েছে ১৬ এপ্রিল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)