• RCB vs SRH: বড় বড় প্লেয়ার কিনলেই চ্যাম্পিয়ন হওয়া যায় না! আরসিবিকে তীব্র আক্রমণে ধুলো ওড়ালেন ভন
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ১৬ এপ্রিল ২০২৪
  • Royal Challengers Bengaluru thrashed by Michael Vaughan:

    ক্রিকেট একটা দলগত খেলা। কোনও ব্যক্তিবিশেষের খেলা নয়। আরসিবি এখনও পর্যন্ত আইপিএল জিততে না পারায়, তা আরও স্পষ্টভাবে প্রমাণ হয়েছে। এমনটাই মনে করেন প্রাক্তন ইংরেজ তারকা মাইকেল ভন। চলতি মরশুমেও আরসিবি পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটাতে জিতেছে। ফাফ ডু প্লেসিস, ক্যামেরন গ্রিন এবং গ্লেন ম্যাক্সওয়েলের মত তারকারা প্রতিটা ম্যাচে ব্যর্থ। একমাত্র দলকে টেনে নিয়ে যাচ্ছেন অরেঞ্জ ক্যাপ হোল্ডার বিরাট কোহলি।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)