• Mohun Bagan: নক আউটে একই চেষ্টা থাকবে, শিল্ড জিতে এবার ট্রেবলের লক্ষ্যে মোহনবাগান...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • কৌশিক রায়: মুম্বই সিটি এফসিকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড ঘরে তুলেছে সবুজ মেরুন। কামিংস, সাদিকু, পেত্রাতোসরা সেলিব্রেশনের মুডে। তারই মাঝে সাংবাদিক বৈঠকে নিজেদের পরবর্তী লক্ষ্য জানিয়ে দিলেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। এদিন তাঁকে প্রশ্ন করা হলে তিনি জানান, "গত আট নয় মাসের চেষ্টার ফল পেলাম। পুরো দল পরিশ্রম করেছে। এবার লক্ষ্য নক আউট। আর দুটো ম্যাচ জিততে পারলে ট্রেবল আসবে। সেই লক্ষ্যেই নামব আমরা। প্রত্যেকটা ম্যাচ যেভাবে খেলেছি সেই একই ভাবে পরবর্তী নক আউট স্টেজে নামবে মোহনবাগান।" এদিন শুভাসিসের সঙ্গে সাংবাদিক বৈঠকে ছিলেন সহকারী কোচ ম্যানুয়েল। চেন্নাই ম্যাচের হারের পর ডাগ আউটে দেখা গিয়েছে তাঁকেই। তবে সহকারী কোচ গোটা কৃতিত্ব দিলেন হাবাসকেই। লিগ জয়ের ম্যাচে কার্যত শরীর খারাপ নিয়েই নেতৃত্বে ছিলেন হাবাস। ম্যানুয়েল জানিয়ে দিলেন, "হাবাসই মূল কান্ডারী। এই ধরনের বড় ম্যাচে তাঁর থাকাটা জরুরি ছিল।" আর হাবাস থাকলে যে দল কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা এদিন আরও একবার প্রমাণ হয়ে গেল। এদিনের ম্যাচে বিশেষ কোনো পরিকল্পনা ছিল কিনা জানতে চাওয়ায় সহকারী কোচের সাফ জবাব, "আমরা জিততে নেমেছিলাম। ওটাই মূল পরিকল্পনা। টিমগেমের ওপর ভরসা রেখেছি। একটা একটা ম্যাচ ধরে এগিয়েছি। মাঠের মধ্যে এবং মাঠের বাইরেও আমাদের বন্ডিংয়ের ফল এই দুর্দান্ত জয়।" অন্যদিকে, মোহনবাগানের জয়ের দিনে চিন্তার ভাঁজ দেখা গেল মুম্বাই কোচ পিটার ক্র্যাটকির কপালে। মাথায় চোট লেগে ম্যাচের মাঝেই বেরিয়ে গিয়েছেন তিরি। সোজা ভাষায় না বললেও ঘুরিয়ে রেফারিং নিয়ে প্রশ্ন চিহ্ন তুলে গেলেন মুম্বই কোচ। বললেন, "জানি ওখানে অ্যাডভান্টেজ ছিল। তবুও মাথার চোট গুরুতর হয়ে ঊঠতে পারে। রেফারির খেলাটা থামানো উচিত ছিল।" এদিনের যুবভারতী ক্রীড়াঙ্গনের ৬১,৭৭৭ দর্শকের প্রশংসা শোনা গেল পিটারের গলায়। জানিয়ে গেলেন, "দারুণ পরিবেশ ছিল। ছেলেরা চাপের মধ্যেও দারুণ খেলেছে। সবাই ১০০% দিয়েছে। এই ধরনের সমর্থন ভারতীয় ফুটবলের জন্য খুব গুরুত্বপূর্ণ।" তবে সাংবাদিক সম্মেলন ছেড়ে বেরোনোর আগে মুম্বই কোচের আগে জানতে চাওয়া হল ফাইনালে মোহনবাগানের মুখোমুখি হতে চাইবেন? হেসে জানিয়ে গেলেন, "আসুক না। তারপর দেখছি।"
  • Link to this news (আজকাল)