• Mohun Bagan: হাবাস আমাদের একটা ইউনিট করে তুলেছে : দিমিত্রি
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • সম্পূর্ণা চক্রবর্তী: চলতি মরশুমে মোহনবাগানের সবচেয়ে সফল ফুটবলারের নাম দিমিত্রি পেত্রাতোস‌। ডুরান্ড ফাইনাল থেকে শুরু করে আইএসএলের ডার্বি। বিপদে পড়লেই, বাগানের পরিত্রাতা হয়ে উঠেছেন বিশ্বকাপার। মুম্বইকে হারিয়ে লিগ শিল্ড জেতার ম্যাচেও দুটো অ্যাসিস্টই আসে দিমির পা থেকে। দুটো ঠিকানা লেখা পাসে আইএসএলের ইতিহাসে প্রথমবার মুম্বই বধ। তবে নিজে কোনও কৃতিত্ব না নিয়ে, সাফল্যের যাবতীয় কৃতিত্ব দিলেন দলকে। একইসঙ্গে লিগ শিল্ড উৎসর্য করলেন সমর্থকদের। দিমিত্রি বলেন, "এটা দলের জয়। প্রথম থেকেই আমরা দল হিসেবে খেলছি। জয়টা ফ্যানদের জন্য। আজ আমরা ইতিহাস সৃষ্টি করেছি। পরিবার, ফ্যান, আমাদের যারা সমর্থন করেছে তাঁদের উৎসর্গ করব। সমর্থকদের উপস্থিতি অবশ্যই আমাদের সাহায্য করেছে।" ইতিহাস বলছে যারা লিগ শিল্ড জিতেছে, তাঁরা আইএসএল চ্যাম্পিয়ন হতে পারেনি। এবার কি ট্রেন্ড বদলাবে? ডবল করতে পারবে হাবাসের দল? পেত্রাতোস বলেন, "আমরা সবাই এখন খুব ক্লান্ত। আমরা এই সময়টা উপভোগ করতে চাই। তারপর চেষ্টা করব আইএসএল জেতার।" বছর শেষে হারের হ্যাটট্রিকে আচমকা মুখ থুবড়ে পড়েছিল বাগান। কোচ বদলে ভাগ্য ফেরে। লিগ শিল্ড জেতার পেছনে হাবাসের ভূমিকার বিশেষ উল্লেখ করেন অস্ট্রেলীয় বিশ্বকাপার। দিমিত্রি বলেন, "নতুন কোচ আমাদের সঙ্গবদ্ধ করেছে। আমরা একটা ইউনিট হিসেবে খেলেছি। চেন্নাই ম্যাচ আমরা হেরে গিয়েছিলাম। তবে সবকিছু শেষ হয়ে যায়নি। কিছু জিনিস মানিয়ে আমরা এগিয়ে গিয়েছি। আমরা নিজেদের ফোকাস হারাইনি। তারই ফল পেলাম।" ২৩ এবং ২৮ এপ্রিল হোম এবং অ্যাওয়ে ভিত্তিতে সেমিফাইনাল খেলবে মোহনবাগান। প্রতিপক্ষ ওড়িশা এফসি এবং কেরল ব্লাস্টার্স ম্যাচের বিজয়ী। 
  • Link to this news (আজকাল)