• Amit Shah: ‌আদিবাসীদের সম্মান দিতেই গরিব ঘরের দ্রৌপদীকে রাষ্ট্রপতি বানিয়েছেন মোদি,‌ দাবি শাহের...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • সমীর ধর, আগরতলা:‌ উপজাতীয়দের মর্যাদা দিতেই যে নরেন্দ্র মোদি ওড়িশার এক গরিব উপজাতি ঘরের মেয়ে দ্রৌপদী মুর্মু–কে দেশের রাষ্ট্রপতি বানিয়েছেন, নির্বাচনী প্রচারে এসে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ত্রিপুরার কুমারঘাটে পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে বিজেপি–র প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে নির্বাচনী সভায় তিনি প্রধান বক্তা ছিলেন। তিনি বলেন, ‘‌গত ৭৫ বছরে কংগ্রেস ও কমিউনিস্ট পার্টি এক জন আদিবাসীকেও রাষ্ট্রপতি করেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম উপজাতিদের সম্মান দেওয়ার কাজ করেছেন।’‌ অমিতের দাবি, ‘‌ত্রিপুরার ২ জন আদিবাসীকে পদ্ম পুরস্কার দিয়ে মোদিভাই এই রাজ্যের আদিবাসীদের সম্মানিত করেছেন।’‌ তাঁর দাবি, আদিবাসীদের বিকাশের জন্য মোদিজির আমলে উত্তর পূর্বাঞ্চলে ১০টি সমঝোতা চুক্তি করে ১০ হাজার যুবককে সমাজের মূল স্রোতে আনা হয়েছে। অমিত শাহ জানান, আদিবাসীদের অতীত ইতিহাস ধরে রাখতে বেশ কিছু বড় যাদুঘর তৈরি করা হবে দেশে। তাঁর প্রতিশ্রুতি, মোদি আবার প্রধানমন্ত্রী হলে দেশে আর কোনও আদিবাসী গৃহহীন থাকবে না। শাহের সভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা, পশ্চিম কেন্দ্রে দলের প্রার্থী বিপ্লব কুমার দেব, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্য সরকারের নতুন শরিক তিপ্রা মথা–র সুপ্রিমো প্রদ্যোতকিশোর উপস্থিত ছিলেন। 
  • Link to this news (আজকাল)