• জম্মু-কাশ্মীরে উদ্ধার অস্ত্রবাহী ড্রোন
    বর্তমান | ২৫ নভেম্বর ২০২২
  • বিশেষ সংবাদদাতা, শ্রীনগর: উপত্যকায় ফের মিলল একটি অস্ত্র বহনকারী পাকিস্তানি ড্রোন। নিয়ন্ত্রণরেখা বরাবর সাম্বা জেলার সোয়াঙ্কায় ড্রোনটির হদিশ পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার কাশ্মীর পুলিস জানিয়েছে, ওই ড্রোনের সঙ্গে ছিল বেশ কয়েকটি সিল করা প্যাকেট। বিস্ফোরক থাকার আশঙ্কায় সেগুলি খুলতে বম্ব স্কোয়াডের সাহায্য নেওয়া হয়। সাম্বার এসপি অভিষেক মহাজন বলেন, ‘প্যাকেটগুলি থেকে দু’টি পিস্তল, চারটি ম্যাগাজিন, একটি আইইডি, ঘড়ি, ব্যাটারি উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে পাওয়া গিয়েছে ১০ প্যাকেট নগদ টাকাও। সবমিলিয়ে প্যাকেটগুলিতে ছিল ৫ লক্ষ টাকা।’ পুলিস জানিয়েছে, বম্ব স্কোয়াডের সাহায্যে আইইডি সুরক্ষিতভাবেই ধ্বংস করা হয়েছে। ঘটনায় অবশ্য এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তদন্ত চলছে। অন্যদিকে, এদিন পুঞ্চ জেলার মেন্ধারের জঙ্গলে জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জঙ্গলে প্রায় ১৫ রাউন্ড গুলি ছোড়ে বাহিনী। কিন্তু কোনও প্রতিক্রিয়া মেলেনি। এই অভিযানের জেরে ভিম্বের গলি এবং জারানওয়ালি গলির মধ্যবর্তী হাইওয়েতে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
  • Link to this news (বর্তমান)