• সহস্র কণ্ঠে গানে গানে বর্ষবরণ টাইমস স্কোয়ারে
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখ। বছরের শুরুর দিন। স্বাভাবিক ভাবেই যে প্রান্তে থাকুন বাঙালিরা, জমিয়ে এই দিন উদযাপন করবেন না তাই হয়? পুজোর মতোই বহু দিন ধরে অপেক্ষা থাকে এই পয়লা দিনের। আয়োজন থাকে বিস্তর। একদিকে রবীন্দ্র সঙ্গীতের মহড়া, অন্যদিকে ভাজা মুগডাল দিয়ে সরু চালের ভাতের আয়োজন। এসবের মাঝেই সংস্কৃতিপ্রেমী বহু মানুষ জড়ো হন নিউ ইয়র্ক টাইম স্কোয়ারে। ঢাকার ছায়ানটের মতো, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে প্রভাতী অনুষ্ঠান দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সেদেশে থাকা সকল বাঙালি একসঙ্গে গলা মেলান। হাজার কণ্ঠে গানে গানে বাংলা গানে বর্ষবরণের কথা আগেই জানিয়েছিলেন মহিতোষ তালুকদার তাপস। সহস্র কন্ঠে গানে গানে বর্ষবরণ প্রবাসে। শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রবাসী বাঙালিদের জনজোয়ার টাইমস স্কোয়ারে।
  • Link to this news (আজকাল)