• Kolkata Municipal Corporation : অ্যাড ফ্রি হওয়ার পথে পার্ক স্ট্রিট ও ক্যামাক স্ট্রিট
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • দেবাশিস দাস

    পার্ক স্ট্রিট এবং ক্যামাক স্ট্রিটে বেসরকারি বিজ্ঞাপন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিতে চলেছে কলকাতা পুরসভা। পরবর্তী সময়ে এই সিদ্ধান্ত শহরের আরও বেশ কিছু এলাকার ক্ষেত্রে নেওয়া হতে পারে। শহরের সৌন্দর্য বৃদ্ধির স্বার্থে কলকাতা পুরসভা তার বিজ্ঞাপন নীতিতে বড়সড় রদবদল আনতে চলেছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এমনকী উৎসবের মরশুমেও শহরে লাগামহীন বিজ্ঞাপনের রাশ টানতে একাধিক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে পুরসভার ওই সূত্র জানিয়েছে।জানা গিয়েছে, মেট্রো রেলওয়ে বা অন্য কোনও বৃহত্তর সংস্থাকে শহরে কোথাও বিজ্ঞাপন দিতে হলে পুরসভার অনুমতি নিতে হবে। আগে শহর জুড়ে অনেক জায়গায় বিজ্ঞাপন টাঙিয়ে দেওয়া হতো। অনেক ক্ষেত্রেই পুরসভার অনুমতি নেওয়া হতো না। এবার থেকে পুরসভার অনুমোদন না থাকলে সেই বিজ্ঞাপনকে বেঅআইনি বলে গণ্য করা হবে। তার বিরুদ্ধে পুর কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নিতে পারবেন।

    বিজ্ঞাপনের জন্য ‘আউট ডোর জোন’, ‘গ্রিন জোন’, ‘টেম্পোরারি জোন’ হিসেবে শহরের বিভিন্ন এলাকাকে ভাগ করা হবে। শহরের কোনও হেরিটেজ ভবনের গায়ে বিজ্ঞাপন লাগানো হলে তাও বেআইনি বলে ধরা হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেআইনি বিজ্ঞাপনের রমরমা আটকাতে ২১টি নতুন নীতি আনা হচ্ছে। খুব শীঘ্রই বিজ্ঞাপন সংক্রান্ত এই নতুন নীতির খসড়া প্রস্তাব নিয়ে নিয়ে পুর কর্তারা নিজেদের মধ্যে আলোচনায় বসবেন।

    কলকাতা পুরসভার একাধিক আধিকারিক জানাচ্ছেন, গত আর্থিক বছরে বিজ্ঞাপন বিভাগের রাজস্ব আদায়ের পরিমাণ নিয়ে মেয়র ফিরহাদ হাকিম খুব একটা সন্তুষ্ট ছিলেন না। তিনি একাধিকবার পুরসভার বিজ্ঞাপন নীতিতে বদল আনার আভাস দিয়েছিলেন। এ বার সেই আভাস, পরিকল্পনা হিসেবে কার্যকর হতে চলেছে। বেআইনি বিজ্ঞাপন আটকাতে পুর কর্তারা ব্যানার, হোর্ডিং, ফ্লেক্সে ‘কিউ আর’ কোড বসানোর কথাও বিবেচনা করছেন। বিজ্ঞাপন থেকে পরিবেশ দূষণ আটকাতে ব্যানার, হোর্ডিং, ফ্লেক্স যাতে পরিবেশ বান্ধব উপাদান দিয়ে তৈরি করা হয় সেই বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে নতুন বিজ্ঞাপন নীতিতে।
  • Link to this news (এই সময়)