ভারতীয় জনতা পার্টির হয়ে মেরঠের প্রার্থী হয়েছে অভিনেতা অরুম গোভিল। টিবি সিরিয়াল রামায়ণে রামের ভূমিকায় অভিনয় করে দেশজোড়া খ্যাতি লাভ করেছিলেন এক সময়। এই সিরিয়ালে রামের চরিত্র অভিনয় করার মধ্যে দিয়েই বিপুল জনপ্রিয়তা পান এক সময়। লোকসভা ভোটের আগে বিজেপি প্রার্থী অরুণ গোভিলের একটি মন্তব্যে বিতর্ক।কয়েক দিন আগেই অরুণ গোভিলের একটি ভিডিয়ো ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিয়োতে অভিনেতা-রাজনীতিক দেশের সংবিধানে একটি সম্ভাব্য 'পরিবর্তন' নিয়ে আলোচনা করতে দেখা যায়। তার এই মন্তব্যই বিতর্ক মাথাচাড়া দিয়েছে। তাঁর কড়া সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং এএপি নেতা সঞ্জয় সিং সহ বিরোধীরা।
ভাইরাল হওয়া ক্লিপটিতে অরুণ গোভিলকে বলতে শোনা যায়, সময়ের সঙ্গে সঙ্গে সংবিধান পরিবর্তন হয়েছে। কোনও ক্ষতি নেই এতে। ২০২৪ সালের লোকসভা নির্বাচন বিজপি ক্ষমতায় ফিরলে সংবিধান পরিবর্তন করা হবে বলেও ভিডিয়োতে মন্তব্য করেছেন অভিযোগ বিরোধীদের।
গোভিল বলেন, 'সংবিধান সময়ের সাথে সাথে পরিবর্তন দেখেছে। পরিবর্তন উন্নয়নের লক্ষণ। এটা খারাপ কিছু নয়। তখন পরিস্থিতি ভিন্ন ছিল। বর্তমান পরিস্থিতি ভিন্ন, তাই যদি পরিবর্তন করতে হয়... সংবিধান একজনের অভিপ্রায়ে পরিবর্তন হয় না, এটা সবার সম্মতিতে বদলানো যায়।'
লোকসভা নির্বাচনে ৪০০ আসনের লক্ষ্যে সরকারে কি কোনও বড় কোনও প্ল্যানিং রয়েছে? এপ্রশ্নের উত্তরে গোবিল বলেন, 'আমার মনে হয় নিশ্চয় কোনও উদ্দেশ্য রয়েছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাওয়ায় কোনও কথা বলেন না। তাঁর প্রতিটা কথার পিছনে কোনও না কোনও কারণ থাকে।'
গোভিলের মন্তব্যে সমালোচনা করেছেন সমাজবাদী পার্টির প্রধান এবং উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব সহ বিরোধী নেতাদের একাংশ। তাঁদের দাবি, বিজেপি সংবিধান বদলে দিয়ে তাদের শিবিরের কিছু নির্বাচিত কোটিপতিকে আরও বেশি মুনাফা লাভের সুযোগ করে দিতে চায়। এ প্রসঙ্গে অখিলেশ যাদব বলেন, 'বিজেপি এই ধরনের নেতাদের টিকিট দিয়ে মারাত্মক ভুল করেছেন যাঁরা সংবিধানে প্রগতিশীল সংশোধনী এবং মৌলিক পরিবর্তনের মধ্যে পার্থক্য বোঝেন না। তবে জনগণ সবটা জানেন। জনগণ বিজেপি প্রার্থীদের পরাজিত করার সিদ্ধান্ত নিয়েছে।'
গোভিলের মন্তব্য়ের নিন্দা করেছেন আম আদমি পার্টির নেতা রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং। বলেন, 'দেশের ৮৫ শতাংশ দলিত, পিছিয়ে পড়া, বঞ্চিত ও শোষিত মানুষ, সাবধান হোন। এটা এখন স্পষ্ট যে বিজেপি সংবিধানকে ধ্বংস করবে। রিজার্ভেশন শেষ হয়ে যাবে। লাল্লু সিং, জ্যোতি মির্ধা, অনন্ত হেগড়ে পর এবার একই কথা অরুণ গোভিলের মুখেও। অরুণ গোভিল সরাসরি মোদীর প্রার্থী।' প্রসঙ্গত, কয়েক দিন আগেই ভারতীয় সংবিধানের মাহাত্ম্য তুলে ধরেন নমো। একই সঙ্গে সংবিধানের মূল রূপকার বি আর আম্বেদকরের প্রসঙ্গ উত্থাপন করেন প্রধানমন্ত্রী। রাজস্থানের বারমেরে BJP-র নির্বাচনী সমাবেশে মোদী বলেন, 'বাবাসাহেব আম্বেদকর স্বয়ং থাকলে, তিনিও আজ আর সংবিধান ধ্বংস করতে পারবেন না। সরকারের কাছে সংবিধান হল গীতা, কোরান, বাইবেল।' মোদীর মন্তব্যের কয়েক দিন পরেই সংবিধান পরিবর্তন নিয়ে মন্তব্য়ে করে বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী অরুণ গোভিল।