• Puri Kolkata Bus Accident : ভয়াবহ দুর্ঘটনার কবলে পুরী থেকে কলকাতামুখী বাস! মৃত ৫, আশঙ্কাজনক বহু
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • পুরী থেকে কলকাতা ফেরার পথে বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন পাঁচ যাত্রী। আহত আরও বহু। ঘটনাটি ঘটেছে শনিবার রাত ৯টা নাগাদ।কী ভাবে ঘটল এই দুর্ঘটনা?পুরী থেকে ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল। আচমকাই ওডিশার জজপুরে ১৬ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে সেটি। বারাবতী ব্রিজের উপর থেকে যাত্রীবোঝাই বাসটি নীচে পড়ে যায়।

    দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় জজপুর পুলিশ। তৎক্ষণাৎ পৌঁছয় উদ্ধারকারী দল এবং দমকল টিম। গ্যাস কাটার দিয়ে দুর্ঘটনাগ্রস্ত বাস কেটে যাত্রীদের উদ্ধার করা হয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী ধর্মশালার কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়।

    জজপুরের জেলাশাসক এবং এসপি ঘটনাস্থলে পৌঁছন। ক্রেনের সাহায্যে বাসটিকে তোলা হয়। বাকি যাত্রীদের উদ্ধার করা হয়েছে বলে খবর। ধর্মশালা পুলিশ স্টেশনের IC তপন কুমার নায়েক বলেন, 'কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উদ্ধার করে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ৩০ জন যাত্রীকে কটকের SCB মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।' জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস মহারানা বলেন, 'ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই যাত্রীর। বাকি তিনজনের মৃত্যু হয়েছে হাসপাতালে। মৃতদের মধ্যে রয়েছে চারজন পুরুষ এবং একজন মহিলা।'

    আহত যাত্রীদের মধ্যে অনেকেই সম্বিত ফিরতে জানিয়েছেন, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিলয জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। তার জেরেই এই দুর্ঘটনা। প্রাণরক্ষা হলেও এখনও চোখে-মুখে দুর্ঘটনার আতঙ্কের ছাপ উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে। তাঁদের মধ্যে অনেকেই কলকাতা থেকে পুরী বেড়াতে গিয়েছিলেন। বেড়িয়ে বাড়ি ফেরার পথে এমন ভয়ংকর অভিজ্ঞতার সাক্ষী হতে হবে তা স্বপ্নেও ভাবেননি তাঁরা। বেড়ানো শেষে সমস্ত আনন্দ এক নিমেষের জন্য বিষাদে পরিণত হয়েছে। প্রিয়াজনদের হারিয়ে পাঁচ মৃতের পরিবারে শোকের ছায়া। এখনও অবশ্য মৃতদের কারও পরিচয় প্রকাশ্যে আসেনি। কলকাতামুখী এই যাত্রীবোঝাই বাসের অনেকেই কলকাতার বাসিন্দা বলে জানা যাচ্ছে।

    ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক মৃতদের পরিবারকে ৩ লাখ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকজ্ঞাপন করেছেন নবীন পট্টনায়েক। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'জজপুর জেলার বারাবতী এলাকায় যাত্রিবাহী বাস দুর্ঘটনার খবরে আমি মর্মাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।'
  • Link to this news (এই সময়)