• ১ লিডার, ১ ভাষণ! সতর্ক করছেন দিদি
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৪
  • এই সময়: নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি ২০২৪-এর লোকসভা ভোটে জয়ী হলে দেশে আরও কখনও ভোট হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির ‘ওয়ান নেশন ওয়ান ইলেকশন’—এই ভাবনার আড়ালে যুক্তরাষ্ট্রীয় গণতান্ত্রিক কাঠামোকে ভেঙে দেওয়া হবে বলে মনে করছেন তৃণমূলনেত্রী। এই কারণে সব দিক ভেবে ভোট দেওয়ার জন্য আমজনতার উদ্দেশে আহ্বান জানিয়েছেন মমতা।কোচবিহার ও আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে সোমবার দু’টি নির্বাচনী জনসভা করেন মমতা। কোচবিহার সদরে যে মাঠে মোদী কিছুদিন আগে জনসভা করেছিলেন, সেই মাঠেই এ দিন তৃণমূলের সভায় মমতা বলেন, ‘এই সরকার যদি থাকে, তাহলে, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে, দেশে আর নির্বাচন হবে না। ফেডারেল স্ট্রাকচার থাকবে না। রাজ্যগুলো থাকবে না। দেশে নির্বাচন হবে না। স্বৈরাচারী একনায়কতান্ত্রিক সরকার তৈরি হবে। ওয়ান লিডার, ওয়ান নেশন! ওয়ান লিডার, ওয়ান ভাষণ! ওয়ান নেশন, ওয়ান খানা! ওয়ান লিডার, ওয়ান ভাবনা! উনি যা বলবেন, তা-ই হবে।’

    ভারত যে এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে, তা দেশের অন্য অংশের মানুষ বুঝতে পারছেন বলেও মমতার পর্যবেক্ষণ। তৃণমূলনেত্রীর কথায়, ‘এই নির্বাচন যে কোনও নির্বাচনের মতো নয়। সারা ভারত আজ বুঝতে পেরেছে, আপনারাও বুঝুন। দেশকে যদি স্বাধীন রাখতে হয়, তা হলে বিজেপি হটাও দেশ বাঁচাও। না হলে দেশের স্বাধীনতা থাকবে না। দেশের ইতিহাস, ভূগোল গুলিয়ে দিয়েছে। পুলিশকে গেরুয়া ড্রেস পরাচ্ছে। আর্মি কোয়ার্টারগুলোকে গেরুয়া করে দিয়েছে। রেল স্টেশনকে গেরুয়া করে দিয়েছে। খুব সাংঘাতিক সিচুয়েশন দেশে।’

    পাল্টা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘আপনারা কি চান এই দেশ আফগানিস্তান, ইউক্রেনের মতো হয়ে যাক? যদি না চান, তা হলে মোদীজির নেতৃত্বে দেশকে শক্তিশালী রাখতে বিজেপিকে ভোট দিন।’ দিল্লিতে রবিবার মোদীর উপস্থিতিতে বিজেপি নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে। এই ইস্তেহারে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়িত করা-সহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে। এই প্রেক্ষিতে তৃণমূলনেত্রী বলেন, ‘বিজেপি যদি ক্ষমতায় আসে, এই আইন পাশ হলে আপনাদের আইডেন্টিটি থাকবে না। আদিবাসীদের অধিকার থাকবে না। সংখ্যালঘুদের অধিকার থাকবে না। হিন্দুদেরও থাকবে না।’
  • Link to this news (এই সময়)