রাজ্যে রামমহোৎসব শুরু করে দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ১৫ দিন ধরে চলবে এই অনুষ্ঠান। তার মধ্যে আছে রামনবমী, হনুমান জয়ন্তী। এরইমধ্যে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। রামনবমীর এক দিন পরেই রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির ভোট। এদিকে বর্ধমান দুর্গাপুরের হেভিওয়েট বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ রামনবমী নিয়ে হুঙ্কার ছাড়লেন। মঙ্গলবার বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি বলেন, “রামনবমীতে হাজার হাজার মানুষ রাস্তায় নামুন। ত্রিশূল ধরেছি। প্রয়োজনে সব ধরব হিন্দু সমাজের জন্য। কোনও বাপের ব্যাটার হিম্মত নেই হিন্দুস্থানে হিন্দুদের আটকায়।”