• ‌রক্ষণাবেক্ষণ কাজের জন্য ফের ব্যাহত হলে চলেছে শিয়ালদহ শাখায় লোকাল ট্রেন পরিষেবা, কবে থেকে'‌...
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক:‌ সম্প্রতি দমদম স্টেশনে নন–ইন্টারলকিং কাজের জন্য গত ১৬ মার্চ থেকে টানা ৫২ ঘণ্টা আংশিক ব্যাহত ছিল শিয়ালদহ (উত্তর) ডিভিশনের রেল পরিষেবা। একাধিক লোকালের পাশাপাশি বেশ কয়েকটি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছিল। এবার পূর্ব রেল জানিয়েছে, দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মের আধুনিকীকরণ এবং রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ২০ দিন ব্যাহত হবে ট্রেন চলাচল। আগামী ১৮ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত অর্থাৎ ৪৮০ ঘণ্টা দমদমের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কাজ চলবে। সেই কারণে বেশ কিছু লোকাল ট্রেন যেমন বাতিল করা হয়েছে। পাশাপাশি কয়েকটি ট্রেনের রুট সংক্ষিপ্ত এবং পরিবর্তন করা হয়েছে।রেল জানিয়েছে মাঝেরহাট–বারাসত, বারাসত–হাসনাবাদ, হাসনাবাদ–বিবাদি বাগ, বিবাদি বাগ–কৃষ্ণনগর সিটি, মাঝেরহাট–মধ্যমগ্রাম, মধ্যমগ্রাম–মাঝেরহাট, মাঝেরহাট–হাসনাবাদ, হাসনাবাদ–দমদম, দমদম–ব্যারাকপুর, ব্যারাকপুর–দমদম, দমদম–গোবরডাঙা, গোবরডাঙা–শিয়ালদহ, মাঝেরহাট–হাবরা, হাবরা–মাঝেরহাট, মাঝেরহাট–দত্তপুকুর, দত্তপুকুর–মাঝেরহাট, শিয়ালদহ–বারাসত, শিয়ালদহ–ব্যারাকপুর, ব্যারাকপুর–বিবাদি বাগ, বিবাদি বাগ–ব্যারাকপুর, ব্যারাকপুর–শিয়ালদহ, বারাসত–মাঝেরহাট ট্রেনগুলি বাতিল থাকবে। এছাড়া বনগাঁ–মাঝেরহাট ট্রেন চলবে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। হাসনাবাদ–মাঝেরহাট লোকাল বারাসত পর্যন্ত চলবে। গেদে–মাঝেরহাট লোকাল চলবে রাণাঘাট এবং লক্ষ্মীকান্তপুর–মাঝেরহাট লোকাল চলবে বালিগঞ্জ পর্যন্ত। ৩০৩৩১ মাঝেরহাট–হাবরা লোকাল ছাড়বে বারাসত থেকে। দমদম ক্যান্টনমেন্ট থেকে মিলবে ৩০৩১১ মাঝেরহাট–হাবরা লোকাল। ৩০৩১৭ মাঝেরহাট–দত্তপুকুর লোকাল বালিগঞ্জ থেকে ছাড়বে। এই ট্রেনটি আপ কর্ড লাইন দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। 
  • Link to this news (আজকাল)